ETV Bharat / bharat

বিবাহ বার্ষিকীতে মিলল না উপহার, স্বামীকে কুপিয়ে রাগ মেটালেন স্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 6:15 PM IST

Woman stabbed husband: বিবাহ বার্ষিকীর উপহার না পেয়ে ক্ষুব্ধ স্ত্রী কোপালেন স্বামীকে ৷ ছুরির আঘাতে স্বামী গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। স্ত্রী কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ স্বামীর ৷

Etv Bharat
Etv Bharat

বেঙ্গালুরু, 6 মার্চ: বিবাহ বার্ষিকীর উপহার না পাওয়ায় ছুরি দিয়ে ঘুমন্ত স্বামীকে কাপোলেন স্ত্রী ৷ এমনই অভিযোগ উঠেছে স্ত্রীয়ের বিরুদ্ধে। বেঙ্গালুরুর এই ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ পুলিশ জানিয়েছে, গত 27 ফেব্রুয়ারি রাতে বেলান্দুরের জুন্নাসান্দ্রায় ঘটনাটি ঘটেছে। 37 বছর বয়সি আহত স্বামীর বয়ানের ভিত্তিতে বেলান্দুর পুলিশ তাঁর 35 বছর বয়সী স্ত্রী'র বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, অভিযোগকারী স্বামী তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে জুন্নাসান্দ্রায় থাকতেন। অভিযোগকারী পুলিশের কাছে জবানবন্দিতে জানিয়েছেন, ''প্রতি বছর বিবাহ বার্ষিকীতে আমি আমার স্ত্রীকে কিছু না কিছু উপহার দিতাম। কিন্তু এই বছর আমার দাদা মারা গিয়েছেন ৷ তাই আগের দিন উপহার কিনতে পারিনি। এই জন্য ক্ষিপ্ত হয়ে স্ত্রী রাত দেড়টার দিকে যখন আমি ঘুমোচ্ছিলাম তখন আমাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে ৷”

স্বামীর হাত গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযোগকারীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ছুরি দিয়ে কোপানোর ঘটনার জেরে হাসপাতালের তরফেই স্থানীয় থানার পুলিশকে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযোগের পর বেলান্দুর পুলিশ নির্যাতনের শিকারের বক্তব্য নথিভুক্ত করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে গত 1 মার্চ একটি পৃথক মামলা রুজু করে পুলিশ। এরপর স্বামী-স্ত্রী দু'জনেই কাউন্সেলিং করছে পুলিশ।

পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, "স্ত্রী স্বীকার করেছেন যে এই কাজটি তিনিই করেছেন ৷ অভিযোগকারীও স্বীকার করেছেন যে তার দাদা মারা যাওয়ার কারণে তিনি উপহার কিনতে পারেননি ৷ তাদের উভয়কেই সমস্যাটি সমাধান করার সুযোগ দেওয়া হয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন ৷”

আরও পড়ুন

পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নবদম্পতি-সহ মৃত একই পরিবারের 5

জোড়া সিলিন্ডার বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, ঝলসে মৃত তিন শিশু-সহ 5

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.