ETV Bharat / bharat

জোড়া সিলিন্ডার বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, ঝলসে মৃত তিন শিশু-সহ 5

Twin Cylinder Blast: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির ছাদ ৷ জীবন্ত পুড়ে মৃত্যু হল 5 জনের ৷ এর মধ্যে 3 জন শিশু ৷ গুরুতর দগ্ধ 4 ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 12:51 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

লখনউ, 6 মার্চ: ঘরে রাখা সিলিন্ডার বিস্ফোরণের জেরে জীবন্ত দগ্ধ হল 5 জন ৷ নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে ৷ এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও 4 জন ৷ তাঁদের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে লখনউয়ের কাছে কাকোরির হাতা হজরত সাহেব ওয়ার্ডে ৷ শর্ট সার্কিটের কারণে ঘরে রাখা দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিক অনুমান । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । দমকলের তিনটি ইঞ্জিন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ।

এই ঘটনায় এসিপি কাকোরি শাকিল আহমেদ জানান, জারদৌসী শাড়ি তৈরির কারিগর মুশির ওরফে পুট্টু তার পরিবারের সঙ্গে কাকোরি শহরের হাতা হজরত সাহেব ওয়ার্ডে থাকতেন । মুশির (50) ছাড়াও পরিবারে ছিলেন তাঁর স্ত্রী হুসন বানো (45), মুশিরের শ্যালকের দুই মেয়ে উমা (8) ও হিনা (2), ভাইঝি রাইয়া (7) ছাড়াও আরও অনেকে ।

মুশিরের বিবাহবার্ষিকী উপলক্ষে সবাই তার বাড়িতে গিয়েছিল সেদিন । সেই সময় মঙ্গলবার রাত সাড়ে 10টার দিকে বাড়ির দ্বিতীয় তলায় শর্ট সার্কিটের কারণে ঘরে আগুন ধরে যায় । আশেপাশে রাখা দুটি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে । যার জেরে বাড়ির ছাদও ধসে পড়ে । দুর্ঘটনার সময় বাড়িতে উপস্থিত থাকা মুশির, হুসন বানো, উমা, হিনা ও রাইয়ার জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৷

এই ঘটনায় গুরুতর দগ্ধ হয় মুশিরের মেয়ে ইশা (17), লাকাব (21), আজমাদ (34), মুশিরের ভাই বাবলুর মেয়ে আনাম (18) । ঘটনার পর বিকট বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা । ফায়ার ব্রিগেডের তিনটি গাড়ি ডাকা হয় । অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ।

আরও পড়ুন :

  1. রুপোর গয়না তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ! 3 নাবালক-সহ আহত 6 শ্রমিক
  2. স্কুল প্রাঙ্গণে ফাটল হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ও বেলুন, আহত 33 পড়ুয়া
  3. পেট্রল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের

লখনউ, 6 মার্চ: ঘরে রাখা সিলিন্ডার বিস্ফোরণের জেরে জীবন্ত দগ্ধ হল 5 জন ৷ নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে ৷ এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও 4 জন ৷ তাঁদের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে লখনউয়ের কাছে কাকোরির হাতা হজরত সাহেব ওয়ার্ডে ৷ শর্ট সার্কিটের কারণে ঘরে রাখা দুটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিক অনুমান । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । দমকলের তিনটি ইঞ্জিন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ।

এই ঘটনায় এসিপি কাকোরি শাকিল আহমেদ জানান, জারদৌসী শাড়ি তৈরির কারিগর মুশির ওরফে পুট্টু তার পরিবারের সঙ্গে কাকোরি শহরের হাতা হজরত সাহেব ওয়ার্ডে থাকতেন । মুশির (50) ছাড়াও পরিবারে ছিলেন তাঁর স্ত্রী হুসন বানো (45), মুশিরের শ্যালকের দুই মেয়ে উমা (8) ও হিনা (2), ভাইঝি রাইয়া (7) ছাড়াও আরও অনেকে ।

মুশিরের বিবাহবার্ষিকী উপলক্ষে সবাই তার বাড়িতে গিয়েছিল সেদিন । সেই সময় মঙ্গলবার রাত সাড়ে 10টার দিকে বাড়ির দ্বিতীয় তলায় শর্ট সার্কিটের কারণে ঘরে আগুন ধরে যায় । আশেপাশে রাখা দুটি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে । যার জেরে বাড়ির ছাদও ধসে পড়ে । দুর্ঘটনার সময় বাড়িতে উপস্থিত থাকা মুশির, হুসন বানো, উমা, হিনা ও রাইয়ার জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৷

এই ঘটনায় গুরুতর দগ্ধ হয় মুশিরের মেয়ে ইশা (17), লাকাব (21), আজমাদ (34), মুশিরের ভাই বাবলুর মেয়ে আনাম (18) । ঘটনার পর বিকট বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা । ফায়ার ব্রিগেডের তিনটি গাড়ি ডাকা হয় । অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ।

আরও পড়ুন :

  1. রুপোর গয়না তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ! 3 নাবালক-সহ আহত 6 শ্রমিক
  2. স্কুল প্রাঙ্গণে ফাটল হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ও বেলুন, আহত 33 পড়ুয়া
  3. পেট্রল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.