ETV Bharat / bharat

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বড় পদক্ষেপ, বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 5:05 PM IST

Updated : Mar 11, 2024, 5:52 PM IST

ETV BHARAT
ETV BHARAT

CAA Notification by MHA: আজই জারি হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ৷ এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷

নয়াদিল্লি, 11 মার্চ: আজ রাতেই জারি হতে পারে সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ৷ এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ৷ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির তরফে একাধিকবার লোকসভা নির্বাচনের আগেই সিএএ লাগু করার কথা বলা হয়েছিল ৷ যা নিয়ে রাজনৈতিক চাপানউতর কম হয়নি ৷ আর সংবাদসংস্থার খবর সত্যি হলে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি লোকসভার আগে, সিএএ লাগু করার প্রথম ধাপ ৷

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার মুহূর্ত থেকেই, সারা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়ে যাবে ৷ অন্য দেশে সংখ্যালঘু ও 2014 সালের আগে ধর্মীয় কারণে সেই দেশ ছেড়ে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন তৈরি করা হয়েছে ৷ কীভাবে সেই সকল শরণার্থীরা নাগরিকত্ব পাবেন ? তার প্রক্রিয়া কী ? এইসব নিয়ে সিএএ বিধি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সেই বিধি অনুযায়ী নাগরিকত্ব প্রদান করা হবে ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এই সিএএ বিধির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ-সহ আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে বড় ইস্যু হতে চলেছে ৷ বিশেষত এরাজ্যে ৷ যেখানে রোহিঙ্গা সমস্যা সবচেয়ে বড় ইস্যু ৷ সেই সঙ্গে মতুয়াদের নাগরিকত্ব প্রদান দীর্ঘদিনের দাবি ৷ যা বিগত 10 বছরে দাবানলের মতো রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে ৷ যা নিয়ে গত লোকসভা নির্বাচনের পর থেকে একাধিকবার রাজ্যের শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপির বাদানুবাদ চরমে উঠেছে ৷

কিন্তু, 2024 লোকসভা নির্বাচনের কয়েকমাস আগে থেকেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাংশ নেতা সিএএ দ্রুত লাগু হবে বলে দাবি করতে শুরু করেন ৷ বিশেষত, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের মতো কেন্দ্রীয় মন্ত্রী ৷ যা নিয়ে ফের একবার রাজ্য রাজনীতির পারদ চড়তে থাকে ৷ এবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা প্রাককালে সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

আরও পড়ুন:

  1. কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার
  2. ভোটের 'জুজু' নয়! নিঃশর্ত নাগরিকত্বের দাবি মমতাবালা ঠাকুরের
  3. সিএএ বিজ্ঞপ্তির সম্ভাবনা তৈরি হতেই ফের আন্দোলনের পথে অসমের আসু ও 30টি উপজাতীয় সংগঠন
Last Updated :Mar 11, 2024, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.