ETV Bharat / bharat

কারা হচ্ছেন পরবর্তী দুই নির্বাচন কমিশনার, নাম জানালেন অধীর চৌধুরী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 2:41 PM IST

ECI
ECI

Appointment of Election Commissioner: নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনার পদ খালি ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি ওই দু’জনকে বেছে নিতে বৈঠক করে ৷ ওই কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী বৈঠকের পর জানান, গণেশ কুমার ও সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হবে ৷

নয়াদিল্লি, 14 মার্চ: জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ভারতের নির্বাচন কমিশনের পরবর্তী দুই নির্বাচন কমিশনার হতে চলেছেন ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ এই দুই নির্বাচন কমিশনারকে বাছতে তিন সদস্যের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ অধীর আরও জানিয়েছেন, জ্ঞানেশ কুমার কেরলের ৷ আর সুখবীর সিং সান্ধু পঞ্জাবের ৷

নির্বাচন কমিশনের এক কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডের অবসরে একটি পদ আগেই খালি হয়েছিল ৷ দিনকয়েক আগে অন্য এক কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দেন ৷ এর ফলে দুই নির্বাচন কমিশনারের পদই খালি হয়ে যায় ৷ লোকসভা ভোটের মুখে এই ঘটনা ঘটায় হইচই পড়ে যায় ৷ তার পর শূন্যপদ পূরণে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি ৷ সেই কমিটির সদস্য অধীর চৌধুরী৷ কমিটিতে কেন্দ্রীয় সরকারের আর এক মন্ত্রী রয়েছেন ৷

এ দিন বৈঠক সম্বন্ধে অধীর চৌধুরী বলেন, "তাদের (সরকার) সংখ্যাগরিষ্ঠতা রয়েছে (নির্বাচন কমিশনার নিয়োগকারী কমিটিতে) । এর আগে তারা আমাকে 212টি নাম দিয়েছিল ৷ কিন্তু নিয়োগের 10 মিনিট আগে তারা আবার আমাকে মাত্র ছয়টি নাম দেয় ।’’ কোন ছ’টি নাম তাঁকে দেওয়া হয়, সেটাও জানিয়েছেন অধীর ৷ সেই নামগুলি হল - উৎপল কুমার সিং, প্রদীপ কুমার ত্রিপাঠী, জ্ঞানেশ কুমার, ইন্দেবর পাণ্ডে, সুখবীর সিং সান্ধু, সুধীর কুমার গঙ্গাধর রাহাতে ৷

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার নিয়োগের কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতি থাকবেন ৷ সেই কমিটির প্রস্তাব মেনে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট পদে নিয়োগের অনুমোদন দেবেন ৷ কিন্তু পরে আইন করে সুপ্রিম কোর্টের রায় বদলে দেয় কেন্দ্রীয় সরকার ৷ তাই কমিটিতে এখন প্রধানমন্ত্রী, সরকারের এক মন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা থাকতে পারবেন ৷

এ দিন এই প্রসঙ্গও তোলেন অধীর চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘আমি জানি যে ভারতের প্রধান বিচারপতি কমিটিতে নেই । সরকার এমন একটি আইন করেছে, যাতে প্রধান বিচারপতি হস্তক্ষেপ করতে না পারেন এবং কেন্দ্রীয় সরকার একটি তাদের পছন্দ মতো নাম বেছে নিতে পারে । আমি বলছি না যে এটি স্বেচ্ছাচারী পদক্ষেপ ৷ কিন্তু যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, তাতে কিছু ত্রুটি রয়েছে ।"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. গোয়েলের ইস্তফা, পাণ্ডের অবসর; রাজীবের ডেপুটি নিয়োগ দিন কয়েকের মধ্যেই
  2. 'বিজেপি সরকার অবাধ ও স্বচ্ছ ভোট চায় না', অরুণ গোয়েলের ইস্তফায় আক্রমণ কংগ্রেস-তৃণমূলের
  3. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.