ETV Bharat / bharat

দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 9:24 PM IST

Updated : Mar 9, 2024, 10:12 PM IST

Arun Goel Resigned: নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই পদত্যাগ । করাণ অস্পষ্ট হলেও পদত্যাপ পত্র গ্রহণ রাষ্ট্রপতির।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 9 মার্চ: লোকসভা ভোটের আগেই হতবাক করলেন অরুণ গোয়েল। নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। কী কারণে পদত্যাগ সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । তবে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মূ। পদত্যাগ পত্র গ্রহণ করার পর আইনমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে, 9 মার্চ অর্থাৎ শনিবারই অরুণ গোয়েলের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, যা আজ থেকেই কার্যকর হল ৷

2022 সালের 21 নভেম্বর নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন গোয়েল ৷ 2024 সালে ঠিক লোকসভা ভোটের আগে পদত্যাগ করলেন ৷ গত সপ্তাহেই পশ্চিমবঙ্গে এসেছিলেন অরুণ গোয়েল ৷ রাজ্যে তখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসে ৷ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে ছিলেন গোয়েলও ৷ এরপরই হঠাৎ তাঁর পদত্যাগে স্বভাবতই বিস্মিত হয়েছে বিশিষ্ট মহল ।

ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের পদত্যাগ ঘিরে সরব হয়েছে বিরোধীরা । তৃণমূলের রাজ্যসভার সাংসদ শাকেত গোখলে এক্স হ্যান্ডেলে লিখেছেন, অরুণ গোয়েল পদত্যাগ করলেন । অর্থাৎ এখন নির্বাচন কমিশনে একজন রইলেন । তিনি খোদ মুখ্য নির্বাচন কমিশনার । এবার চব্বিশের লোকসভা ভোটের আগে মোদি বাকি নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন ।

2027 সালের ডিসেম্বর নির্বাচন কমিশনার হিসেবে অরুণ গোয়েলের মেয়াদ শেষ হত ৷ 1985 সালের আইএএস ব্যাচে ছিলেন গোয়েল ৷ পঞ্জাব ক্যাডারের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তিনি ৷ সুপ্রিম কোর্টে তাঁকে নিয়ে মামলাও ওঠে ৷ জানা যাচ্ছে, 2022-এ গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার ৷ পরে যদিও তাঁকেই পদে বহাল রাখা হয়৷

গোয়েলের আগে ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেছিলেন অনুপ পাণ্ডে, মার্চে পদত্যাগ করলেন খোদ অরুণ গোয়েল ৷ এবার জাতীয় নির্বাচন কমিশনারের তিন সদস্য পদই খালি ৷ একা রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ কমিশন সূত্রে খবর, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভোটের দিন ঘোষণা হবে ৷ তার আগেই গোয়েলের পদত্যাগ প্রশ্ন ছুড়ছে, ঠিক কবে হতে পারে নির্বাচনের দিন ঘোষণা ৷

আরও পড়ুন

  1. নির্বাচনী আবহে রাহুলকে তাঁর মন্তব্য নিয়ে সচেতন থাকার পরামর্শ কমিশনের
  2. ভোটে গণ্ডগোল হলে দায়ী থাকবেন ডিজি: মুখ্য নির্বাচন কমিশনার
Last Updated : Mar 9, 2024, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.