ETV Bharat / bharat

নির্বাচনী আবহে রাহুলকে তাঁর মন্তব্য নিয়ে সচেতন থাকার পরামর্শ কমিশনের

ECI Advises Rahul Gandhi: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ভবিষ্যতে তাঁর প্রকাশ্য বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে, নির্বাচন কমিশন যেকোনও পরোক্ষ নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনকে যথাযথ মূল্যায়ন করবে বলেও জানানো হয়েছে ৷

author img

By ANI

Published : Mar 7, 2024, 8:02 AM IST

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 7 মার্চ: লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের সবক'টি রাজনৈতিক দলগুলিই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ আর এর মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশের নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, ওয়েনাডের কংগ্রেস সাংসদের উদ্দেশে এমনই নির্দেশিকা জারি করেছে কমিশন ৷

কমিশন জানিয়েছে, কংগ্রেস নেতাকে ভবিষ্যতে তাঁর প্রকাশ্য বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে দিল্লি হাইকোর্ট কমিশনকে গত বছরের নভেম্বরে প্রকাশ্য জনসভায় বক্তব্যের জন্য কংগ্রেস সাংসদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই সময় রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতাদের আক্রমণ করার সময় 'পকেটমার' শব্দ ব্যবহার করেছিলেন। নির্বাচন কমিশনও রাহুল গান্ধিকে তাঁর 'অপয়া' এবং 'পকেটমার'-এর মতো প্রধানমন্ত্রী মোদিকে কুৎসিত আক্রমণের জন্য নোটিশ দিয়েছিল। সূত্রের খবর, কমিশন লোকসভা ভোটের আগে ফের রাহুল গান্ধিকে পরামর্শ দিয়েছে ৷ একইসঙ্গে, কমিশনের বক্তব্য এবং পরামর্শ যাতে তিনি যথাযথ মেনে চলেন, সেদিকেও লক্ষ্য রাখতে বলেছে কমিশন ৷

রাহুল গান্ধি কংগ্রেসের একজন তারকা । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে পকেটমার এবং অপয়া জাতীয় কিছু মন্তব্য করেছিলেন ৷ এই সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য বিবেচনা করার পরে দিল্লি হাইকোর্টের 21 ডিসেম্বরের আদেশ-সহ রাহুল গান্ধির উত্তরকে সামনে রেখে নির্দেশিকা জারি করেছে কমিশন ৷ যেখানে নির্বাচন কমিশন কংগ্রেস নেতাকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ৷ কমিশন রাহুল গান্ধিকে কমিশনের পরামর্শের উপর বিশেষ নজর দিতেও বলেছে ৷ সব দল, তারকা প্রচারক এবং প্রার্থীরা প্রকাশ্য বক্তব্য দেওয়ার সময় যাতে সংযত থাকেন সেদিকেও নজর দিতে বলেছে কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক প্রচারণা বক্তৃতার বিভিন্ন কুমন্তব্য করার প্রবণতা এবং নিচু মানসিকতার ঘটনাগুলি নোট করে, নির্বাচন কমিশন গত সপ্তাহে সমস্ত রাজনৈতিক দলকে শালিনতা বজায় রাখার জন্য একটি পরামর্শ জারি করেছে।

জনসাধারণের উদ্দেশে প্রচারের সময় শালীনতা-সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং কেবলমাত্র ইস্যু-ভিত্তিক মন্তব্যের জন্য রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে কমিশন ৷ নির্বাচন কমিশন যে কোনও পরোক্ষ নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনকে যথাযত মূল্যায়ণ করবে বলেও জানানো হয়েছে ৷ লোকসভা এবং চার রাজ্যের বিধানসভার নির্বাচনের জন্য, সমস্ত পর্যায় এবং ভৌগোলিক এলাকাগুলি নির্ধারণও করছে কমিশন ৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি জোর দিয়ে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলিকে নৈতিক এবং সম্মানজনক রাজনৈতিক বক্তৃতা করা উচিত ৷ পাশাপাশি কোনওভাবেই ব্যক্তিগত আক্রমণে যাওয়া উচিৎ নয় বলেও জানিয়েছেন তিনি ৷ আদর্শ আচরণবিধি লঙ্ঘন এড়াতেও কড়া হচ্ছে কমিশন ৷ (এএনআই)

আরও পড়ুন:

  1. কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার
  2. 370 বাতিলের পর বৃহস্পতিতে প্রথম কাশ্মীর সফর মোদির, নিরাপত্তার কড়াকড়ি

নয়াদিল্লি, 7 মার্চ: লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের সবক'টি রাজনৈতিক দলগুলিই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ আর এর মাঝেই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশের নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, ওয়েনাডের কংগ্রেস সাংসদের উদ্দেশে এমনই নির্দেশিকা জারি করেছে কমিশন ৷

কমিশন জানিয়েছে, কংগ্রেস নেতাকে ভবিষ্যতে তাঁর প্রকাশ্য বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে দিল্লি হাইকোর্ট কমিশনকে গত বছরের নভেম্বরে প্রকাশ্য জনসভায় বক্তব্যের জন্য কংগ্রেস সাংসদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই সময় রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতাদের আক্রমণ করার সময় 'পকেটমার' শব্দ ব্যবহার করেছিলেন। নির্বাচন কমিশনও রাহুল গান্ধিকে তাঁর 'অপয়া' এবং 'পকেটমার'-এর মতো প্রধানমন্ত্রী মোদিকে কুৎসিত আক্রমণের জন্য নোটিশ দিয়েছিল। সূত্রের খবর, কমিশন লোকসভা ভোটের আগে ফের রাহুল গান্ধিকে পরামর্শ দিয়েছে ৷ একইসঙ্গে, কমিশনের বক্তব্য এবং পরামর্শ যাতে তিনি যথাযথ মেনে চলেন, সেদিকেও লক্ষ্য রাখতে বলেছে কমিশন ৷

রাহুল গান্ধি কংগ্রেসের একজন তারকা । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে পকেটমার এবং অপয়া জাতীয় কিছু মন্তব্য করেছিলেন ৷ এই সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য বিবেচনা করার পরে দিল্লি হাইকোর্টের 21 ডিসেম্বরের আদেশ-সহ রাহুল গান্ধির উত্তরকে সামনে রেখে নির্দেশিকা জারি করেছে কমিশন ৷ যেখানে নির্বাচন কমিশন কংগ্রেস নেতাকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ৷ কমিশন রাহুল গান্ধিকে কমিশনের পরামর্শের উপর বিশেষ নজর দিতেও বলেছে ৷ সব দল, তারকা প্রচারক এবং প্রার্থীরা প্রকাশ্য বক্তব্য দেওয়ার সময় যাতে সংযত থাকেন সেদিকেও নজর দিতে বলেছে কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক প্রচারণা বক্তৃতার বিভিন্ন কুমন্তব্য করার প্রবণতা এবং নিচু মানসিকতার ঘটনাগুলি নোট করে, নির্বাচন কমিশন গত সপ্তাহে সমস্ত রাজনৈতিক দলকে শালিনতা বজায় রাখার জন্য একটি পরামর্শ জারি করেছে।

জনসাধারণের উদ্দেশে প্রচারের সময় শালীনতা-সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং কেবলমাত্র ইস্যু-ভিত্তিক মন্তব্যের জন্য রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে কমিশন ৷ নির্বাচন কমিশন যে কোনও পরোক্ষ নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনকে যথাযত মূল্যায়ণ করবে বলেও জানানো হয়েছে ৷ লোকসভা এবং চার রাজ্যের বিধানসভার নির্বাচনের জন্য, সমস্ত পর্যায় এবং ভৌগোলিক এলাকাগুলি নির্ধারণও করছে কমিশন ৷ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি জোর দিয়ে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলিকে নৈতিক এবং সম্মানজনক রাজনৈতিক বক্তৃতা করা উচিত ৷ পাশাপাশি কোনওভাবেই ব্যক্তিগত আক্রমণে যাওয়া উচিৎ নয় বলেও জানিয়েছেন তিনি ৷ আদর্শ আচরণবিধি লঙ্ঘন এড়াতেও কড়া হচ্ছে কমিশন ৷ (এএনআই)

আরও পড়ুন:

  1. কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ বাতিল করা হবে, দাবি পবন খেরার
  2. 370 বাতিলের পর বৃহস্পতিতে প্রথম কাশ্মীর সফর মোদির, নিরাপত্তার কড়াকড়ি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.