ETV Bharat / bharat

পটনায় সিভিল কোর্ট চত্বরে ট্রান্সফরমারে বিস্ফোরণ, এক আইনজীবীর মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 4:19 PM IST

Transformer blast in Patna: বিহারের পটনায় সিভিল কোর্টে ট্রান্সফরমার ব্লাস্ট ৷ মৃত্যু এক আইনজীবীর ৷ বেশ কয়েকজন আহত হন ৷ এর জেরে সেখানে ভাঙচুর চালান আইনজীবীরা ৷ পরে ধরনাও দেন তাঁরা ৷

Transformer blast in Patna
Transformer blast in Patna

পটনা, 13 মার্চ: ট্রান্সফরমারে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক আইনজীবীর ৷ ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায় সিভিল কোর্টে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতের প্রবেশ পথের বাইরে ট্রান্সফরমারটি ছিল ৷ বুধবার সকালে আচমকা সেটিতে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলের কাছেই ছিলেন দেবেন্দ্র প্রসাদ নামে এক আইনজীবী ৷ ট্রান্সফরমারে বিস্ফোরণের জেরে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে ৷ সেই আগুনেই মৃত্যু হয় ওই আইনজীবীর ৷

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আদালত চত্বরে পৌঁছয় স্থানীয় পীরবাহর থানার পুলিশ ৷ ঘটনাস্থলে যায় দমকল ৷ তারাই আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে ওই আইনজীবী বিশেষভাবে সক্ষম ছিলেন ৷ সেই কারণেই তিনি দ্রুত ঘটনাস্থল ছাড়তে পারেননি ৷ তাই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় ৷

এই ঘটনার জেরে ব্যাপক হইচই পড়ে আদালত চত্বরে ৷ আইনজীবীরা ঘটনাস্থলে জড়ো হয়ে সেখানে ভাঙচুর চালান ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই আইনজীবীদের ক্ষোভ প্রশমিত হয়নি ৷ তারা আদালতের বাইরে ধরনায় বসেছেন ৷ এর জেরে আদালতের কাজ ব্যাহত হয় ৷ বহু বিচারপ্রার্থী দুর্ভোগের মুখে পড়েন ৷

এ দিকে এই ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ তাঁদের বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ এদিকে ঘটনাস্থলে যান পটনা টাউনের ডিএসপি অশোক কুমার সিং ৷ তিনি জানান, ক্ষুব্ধ আইনজীবীরা নিহতের দেহ উদ্ধারে বাধা দিয়েছে ৷ প্রশাসনের জন্য পথ অবরুদ্ধ করে রাখা হয় দীর্ঘক্ষণ । ক্ষুব্ধ আইনজীবীরা পুলিশ-প্রশাসনের কাজেও বাধা দেন ৷ তিনি আরও জানান, পুরো ঘটনার তদন্ত হবে ৷ কার গাফলিততে এই ঘটনা ঘটল, সেটাও খতিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন:

  1. 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন! অর্ধনগ্ন দেহ মিলল নদীর তীরে
  2. কড়া নিরাপত্তায় 'লেডি ডন' অনুরাধা চৌধুরির সঙ্গে বিয়ে হল গ্যাংস্টার কালা জাঠেরির
  3. প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তেজস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.