ETV Bharat / bharat

ওড়িশায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 8:22 PM IST

Bodies Recovered
পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার

Bodies Recovered From House: ছাদ থেকে ঝুলছিল স্বামীর দেহ ৷ ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়েছিল মা ও ছেলে ৷ ওড়িশায় একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কেন্দ্রপাড়া(ওড়িশা), 3 মার্চ: ওড়িশায় একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে ৷ ছাদ ও ঘর থেকে উদ্ধার হয়েছে দেহগুলি ৷ ঘটনাটি ঘটেছে রবিবার ওড়িশার কেন্দ্রপাড়া জেলার রাজনগর ব্লকের রাজেন্দ্রনগর গ্রামে ৷ পরিবারের তিন সদস্য স্বামী, স্ত্রী ও ছেলেকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । মৃতরা হলেন শ্রীদাম মণ্ডল (53), তাঁর স্ত্রী জয়ন্তী মণ্ডল (45) এবং তাঁর ছেলে পরিখিতা মণ্ডল (27)৷

জানা গিয়েছে, শ্রীদামের দেহ ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ গ্রামবাসীরা শ্রীদামের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । অপরদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় ৷ শ্রীদামের স্ত্রী ও ছেলেকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আধিকারিকরা । পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুলিশ এই ঘটনায় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে ৷ ঘটনার তদন্তে একটি ফরেনসিক টিমেরও সাহায্য নেওয়া হয়েছে । তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে পুলিশ ।

চলতি বছরের জানুয়ারি মাসে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয়েছিল ৷ সেই ঘটনায় স্বামী-স্ত্রী ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছিল ৷ সিরোল এলাকার বাসিন্দা ছিলেন জিতেন্দ্র ঝা ৷ তিনি শ্রমিকের কাজ করতেন । স্ত্রী ও ছেলেকে নিয়ে তাঁর সংসার ছিল । দু'দিন ধরে তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল । ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ তারা পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা ভাঙতেই হতবাক হয়ে যায় । পরিবারের তিন সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায় ৷

আরও পড়ুন:

  1. সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী-স্ত্রী ! বদ্ধ ঘর থেকে উদ্ধার তিনজনের দেহ
  2. হিটার থেকে শর্ট সার্কিট, ঘুমের মধ্যেই ঝলসে মৃত তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ !
  3. ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু শিশু-সহ একই পরিবারের তিনজনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.