ETV Bharat / bharat

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 11:29 AM IST

Updated : Feb 15, 2024, 1:10 PM IST

Supreme Court on Electoral Bonds Scheme: নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই বন্ড বিক্রিতে ছাড়পত্র দিয়েছিলেন তৎকালীন দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত এনির্বাচনী বন্ড স্কিম নিয়ে মামলার রায়ে এই ঘোষণা করে ৷ এখনই ইলেক্টোরাল বন্ড স্কিম বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ ব্যাংকগুলিকেও এই বন্ড ইস্যু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বাভাবিকভাবে আসন্ন লোকসভা ভোটের আগে শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বিজেপি সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷

কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল আদালতে ৷ সেই মামলাগুলির শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ দু'টি ভিন্ন কিন্তু সর্বসম্মত রায় দিয়েছে ৷ এই বেঞ্চের অন্য সদস্যরা বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি মনোজ মিশ্র ৷ এদিকে 2021 সালের মার্চে নির্বাচনী বন্ড বিক্রির মামলায় সুপ্রিম কোর্টই নতুন নির্বাচনী বন্ড বিক্রির অনুমতি দিয়েছিল ৷ সেই সময় দেশের প্রধানবিচারপতি ছিলেন এসএ বোবদে ৷ তাঁর পর্যবেক্ষণ ছিল, 2018 সাল থেকে চালু হওয়া এই বন্ড কোনও বাধা ছাড়াই 2019, 2020 সালে বিক্রি হয়েছে ৷ তাই সেবছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে 1 এপ্রিল নির্বাচনী বন্ড বিক্রিতে ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্টই ৷ 2017 সালে ফিনান্স বিলের মাধ্যমে এই নির্বাচনী বন্ড স্কিম চালু করা হয় ৷ এর জন্য বহু সংশোধনও করে বিজেপি সরকার ৷

এদিন মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, "সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড স্কিম বাতিল করেছে ৷ এমনকী এই সংক্রান্ত যেসব সংশোধনী করা হয়েছিল, সেগুলিকেও বাতিল করেছে ৷ এর মধ্যে আয়কর আইনের ধারা-সহ কোম্পানি অ্যাক্টও রয়েছে ৷ শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচনী বন্ডে মানুষের তথ্যের অধিকার, বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে ৷ সাধারণ মানুষ জানতে পারছে না, কোন রাজনৈতিক দলে কে কত অনুদান দিচ্ছে ৷" এই বন্ডের মাধ্যমে দেয় অনুদানের কথা শুধুমাত্র রাজনৈতিক দলগুলিই জানতে পারত ৷

এই নির্বাচনী বন্ডের মাধ্যমে কর্পোরেট কোম্পানিগুলি রাজনৈতিক দলগুলিকে যত খুশি অর্থ অনুদান হিসেবে দিতে পারত ৷ সেই সংশোধনীগুলিও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷ এই প্রসঙ্গে প্রশান্ত ভূষণ বলেন, "শুধু নির্বাচনী বন্ড নয়, এই বন্ড কার্যকরী করতে যেসব সংশোধন করা হয়েছিল তাও খারিজ করেছে সুপ্রিম কোর্ট ৷"

এই রায়ে আদালত জানিয়েছে, সংবিধানে 19(1)(a) অনুচ্ছেদের আওতায় মানুষের তথ্যের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে ৷ নির্বাচনী বন্ডকে 'অসাংবিধানিক' বলে উল্লেখ করার পাশাপাশি ব্যাংকগুলিকে এই বন্ড ইস্যু করাও বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এছাড়া, 2019 সালের 12 এপ্রিল থেকে কোন রাজনৈতিক দল কতগুলি নির্বাচনী বন্ড কিনেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে তার বিস্তারিত চাইল সুপ্রিম কোর্ট ৷

গত বছরের 2 নভেম্বর নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট ৷ 2018 সালের 2 জানুয়ারি কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচনী বন্ড চালু করেছিল ৷ রাজনৈতিক দলগুলিকে নগদ টাকা দেওয়ার বদলে এই বন্ডের মাধ্যমে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিল বিজেপির নেতৃত্বে গঠিত প্রথম এনডিএ সরকার ৷ এতে রাজনৈতিক অনুদানে স্বচ্ছতা আসবে বলেই দাবি করা হয়েছিল ৷ ভারতের যে কোনও নাগরিক, কর্পোরেট সংস্থা এই বন্ড কিনে অনুদান দিতে পারবেন ৷ তবে বিরোধী দলগুলি এই বন্ডের স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ৷

আরও পড়ুন:

  1. নির্বাচনী বন্ডের বৈধতা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে
  2. 'নির্বাচনী বন্ড আসলে বৈধ ঘুষ', বিজেপি সরকারকে তোপ চিদম্বরমের
  3. 1 এপ্রিল থেকে নির্বাচনী বন্ড বিক্রি করা যাবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Last Updated :Feb 15, 2024, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.