ETV Bharat / bharat

Supreme Court: নির্বাচনী বন্ডের বৈধতা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 3:57 PM IST

Supreme Court on Electoral Bonds Scheme: নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে দাখিল হওয়া মামলা এবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানির বেঞ্চে যাচ্ছে ৷ আজ মামলার শুনানিতে মামলাকারীদের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নিয়েছে, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 16 অক্টোবর: রাজনৈতিক তহবিলের উৎস হিসেবে নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট মামলা করেছিল বেশ কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তিরা ৷ সেই মামলাটি এবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মূলত, এই বিষয়টির গুরুত্ব এবং সংবিধানের 145(4) ধারাটি এর সঙ্গে যুক্ত, তাই এই মামলাটি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে শীর্ষ আদালত ৷ তবে, আগামী 30 অক্টোবরের এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ ৷

গত 10 অক্টোবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছিল, 31 অক্টোবর এই বিষয়ে চূড়ান্ত শুনানি শুরু হবে ৷ যদি সেদিন শুনানি শেষ না হয়, তাহলে 1 নভেম্বরেও শুনানি চলবে ৷ এই মামলাটি রাজনৈতিক তহবিলের উৎস হিসাবে কেন্দ্রের নির্বাচনী বন্ড প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে পিটিশনের নিরিখে শুনানি চলছে ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী), ডাঃ জয়া ঠাকুর (কংগ্রেস নেত্রী), স্পন্দন বিসওয়াল এবং অন্যান্যরা এই পিটিশন দায়ের করেছিল ৷

10 অক্টোবরের শুনানিতে এক মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ উল্লেখ করেন, মূলত তিনটি কারণের উপর ভিত্তি করে রাজনৈতিক দলের এই নির্বাচনী বন্ড কেনার বিষয়টিকে চ্যালেঞ্জ করা হয়েছে ৷ প্রথমত, নির্বাচনী বন্ড হল বেনামী উৎস থেকে রাজনৈতিক দলগুলিকে অর্থ যোগানের বিষয়টিকে বৈধতা দেয় ৷ এর জন্য একটি অর্থ বিল পাশ করানো হয় ৷ বেনামী তহবিল থেকে টাকার যোগানের এই বিষয়টি নাগরিকদের তথ্যের অধিকারকে লঙ্ঘন করে ৷ তিনি এও দাবি করেন, এই নির্বাচনী বন্ড কেনা ও বেচা আসলে দুর্নীতিতে উৎসাহ প্রদান করে ৷ কারণ হিসেবে তিনি বলেন, ‘‘রাজনৈতিক দলগুলিতে প্রচুর পরিমাণে অর্থ আসে নির্বাচনী বন্ড থেকে ৷ এর পিছনে অবশ্যই সেই সংস্থাগুলি কিছু সুবিধা পাচ্ছে ৷ ভূষণ জোর দিয়েছিলেন, "এটি এমন একটি যন্ত্র যা দেশে দুর্নীতিকে উৎসাহিত করে...।"

আরও পড়ুন: শিক্ষিত হলেই তাঁর স্বচ্ছ ভাবমূর্তি গঠিত হয় না, মত শীর্ষ আদালতের

প্রধান বিচারপতি প্রশ্ন করেন: অর্থের উৎস কি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় ? প্রকল্পটি কীভাবে কাজ করে ? একটি নির্বাচনী বন্ড বেচাকেনা ব্যাংক ট্রান্সফার নাকি নগদ, কীসের মাধ্যমে হয় ? যে প্রশ্নের জবাবেপ্রশান্ত ভূষণ বলেন, ‘‘এই লেনদেনে দু’রকমভাবেই হয়ে থাকে ৷’’ যা শুনে প্রধান বিচারপতির মন্তব্য, তাহলে এটি খুবই বিপজ্জনক ৷ আইনজীবী জানান, এই পুরো লেনদেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে হয় ৷ আর তারা এ নিয়ে কোনওরকম তথ্য দিতে নারাজ ৷ কিন্তু, সেই লেনদেন 10 হাজার থেকে 1 কোটি বা তারও বেশি হতে পারে বলে জানান আইনজীবী ৷ এর পরেই বিষয়টিকে সাংবিধানিক বেঞ্চে পাঠানোর কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ আগামী 30 অক্টোবর সেই বেঞ্চ গঠন করবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.