নয়াদিল্লি, 26 মে: বিরোধী ইন্ডিয়া জোটের প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের ভাষা নিয়ে প্রশ্ন তুললেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব ৷ তিনি রবিবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে তাতে বলেছেন, মোদি জনগণের কাছে অনেকগুলি ভিত্তিহীন, তথ্যহীন এবং মিথ্যা কথা বলেছেন । চিঠিতে তাঁর প্রশ্ন, "এই বড় হৃদয়ের দেশের প্রধানমন্ত্রীর ভাষা কি এমন হওয়া উচিত?"
তেজস্বী তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, "আজ আপনি বিহারে এসেছেন এবং এখানে আসার পর আপনি যতটা পেরেছেন ভিত্তিহীন, তথ্যহীন ও মিথ্যা কথা বলেছেন ৷ এখন আপনার কাছ থেকে এটা আশা করা যায় না যে, আপনি জোরালো আক্রমণের সময় আপনার পদের মর্যাদার কথা মাথায় রাখবেন না ৷ আজ আপনার ব্যবহৃত 'মুজরো' এবং 'মঙ্গলসূত্র' এর পরিভাষায় আমরা চিন্তিত ৷ এই দেশের প্রধানমন্ত্রীর ভাষা কি এমন হওয়া উচিত ? আপনিই ভেবে দেখুন ও সিদ্ধান্ত নিন ৷"
উল্লেখ্য, শনিবার বিহারে একটি সমাবেশে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন যে, তিনি বিহার, এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়কে গ্যারান্টি দিচ্ছেন যে, মোদি বেঁচে থাকা পর্যন্ত, তিনি তাঁদের অধিকার কেড়ে নিতে দেবেন না । মোদির কাছে সংবিধান সর্বোচ্চ, মোদির কাছে বাবাসাহেব আম্বেদকরের অনুভূতি সর্বোচ্চ...যদি ইন্ডিয়া জোট তাদের ভোটব্যাংকের দাসত্ব মেনে নিতে চায়, তারা তা করতে পারে... যদি তারা 'মুজরো' (নৃত্য) করতে চায়, তারা তা করতে পারে... আমি এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াব ৷"
প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করে চিঠি লিখেছেন তেজস্বী যাদব ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর একটি অনগ্রসর এবং দলিত-বিরোধী মানসিকতা রয়েছে । আমরা যখন বিহারে সরকারে আসি, তখন আমরা রাজ্যের খরচে একটি জাত সমীক্ষা চালিয়েছিলাম । আপনিও এর বাস্তবতা সম্পর্কে অবগত হয়েছেন । প্রধানমন্ত্রী, সেই সমীক্ষার আলোকে আমরা সংরক্ষণের পরিধি 75 শতাংশে বাড়িয়ে দিয়েছি এবং বারবার আপনাকে অনুরোধ করছি এবং হাত জোড় করে এটাকে সংবিধানের নবম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি । কিন্তু প্রধানমন্ত্রী, আপনি মূলত অনগ্রসর ও দলিত-বিরোধী মানসিকতার অধিকারী । আপনি আমাদের এই গুরুত্বপূর্ণ অনুরোধের কোনও বিবেচনা করেননি ৷" (এএনআই)