ETV Bharat / bharat

অবৈধভাবে বঞ্চিত পড়ুয়ার জন্য মেডিক্যালের অতিরিক্ত আসন বৃদ্ধির নির্দেশ সুপ্রিম কোর্টের - Supreme Court

Supreme Court: এক পড়ুয়ার মেডিক্যালের প্রথমবর্ষে ভরতি বাতিল করে দেয় একটি মেডিক্যাল কলেজ ৷ এই ঘটনায় ওই মেডিক্যাল কলেজ ও মহারাষ্ট্র সরকারকে অতিরিক্তি একটি আসন বৃদ্ধির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 10:10 PM IST

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 30 মার্চ: মহারাষ্ট্র সরকার ও সেখানকার একটি মেডিক্যাল কলেজকে আসন বৃদ্ধির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ অবৈধভাবে এক পড়ুয়ার ভরতি বাতিল করার অভিযোগে এই নির্দেশ দিয়েছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ ওই পড়ুয়াকে এমবিবিএসের স্নাতকে ভরতি নেওয়ার পাশাপাশি সরকার ও কলেজ কর্তৃপক্ষকে 50 হাজার করে, মোট 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

শনিবার সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, 'অসংবেদনশীল, অন্যায়, অবৈধ এবং স্বেচ্ছাচারী পদ্ধতির কারণে এমবিবিএস কোর্সের প্রথমবর্ষে ভরতি হওয়ার ন্যায্য অধিকার থেকে বেআইনিভাবে বঞ্চিত হয়েছেন ওই পড়ুয়া ৷ বিচারপতি বিআর গাভাই, বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রায়ে উল্লেখ করেছে, "আমরা এও নির্দেশ দিচ্ছি যে, এক বছরের বঞ্চনা এবং হয়রানির জন্য আবেদনকারী পড়ুয়াকে 1 লক্ষ টাকা (কলেজ ও সরকার দেবে 50 হাজার টাকা করে) ক্ষতিপূরণ দিতে হবে।"

তিন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার সময় বলে, "2024 সালের শিক্ষাবর্ষে একটি অতিরিক্ত আসন তৈরি করে ওই পড়ুয়াকে এমবিবিএস কোর্সে প্রথমবর্ষে ওবিসি আবাসিক কোটায় ভরতি নিতে হবে ৷" সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করে দিয়েছে যে, অতিরিক্ত আসন বৃদ্ধি করতে গিয়ে কোনও সংরক্ষিত আসন কমানো যাবে না ৷ অর্থাৎ, 2024 সালের এনইইটি ইউজি পাশ করা পড়ুয়াদের ভরতি বাতিল করা যাবে না ৷

বেঞ্চ উল্লেখ করেছে যে, আবেদনকারীর ভরতি বাতিল করার নির্দেশটি 9 অগস্ট, 2023 সালে জারি করা হয়েছিল ৷ আর কোনও রকম দেরি না করে 10 অগস্ট, 2023 সালে দ্রুত হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল ৷ তাই 2024 শিক্ষাবর্ষে একই মেডিক্যাল কলেজে ওই পড়ুয়ার ভরতি নিশ্চিত করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. দিল্লিতে মণিপুরী যুবতীর মৃত্যুর 10 বছর পর সিবিআই তদন্তের 'সুপ্রিম' নির্দেশ
  2. নজরে মত প্রকাশের স্বাধীনতা, কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটের কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 30 মার্চ: মহারাষ্ট্র সরকার ও সেখানকার একটি মেডিক্যাল কলেজকে আসন বৃদ্ধির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ অবৈধভাবে এক পড়ুয়ার ভরতি বাতিল করার অভিযোগে এই নির্দেশ দিয়েছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ ওই পড়ুয়াকে এমবিবিএসের স্নাতকে ভরতি নেওয়ার পাশাপাশি সরকার ও কলেজ কর্তৃপক্ষকে 50 হাজার করে, মোট 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

শনিবার সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, 'অসংবেদনশীল, অন্যায়, অবৈধ এবং স্বেচ্ছাচারী পদ্ধতির কারণে এমবিবিএস কোর্সের প্রথমবর্ষে ভরতি হওয়ার ন্যায্য অধিকার থেকে বেআইনিভাবে বঞ্চিত হয়েছেন ওই পড়ুয়া ৷ বিচারপতি বিআর গাভাই, বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রায়ে উল্লেখ করেছে, "আমরা এও নির্দেশ দিচ্ছি যে, এক বছরের বঞ্চনা এবং হয়রানির জন্য আবেদনকারী পড়ুয়াকে 1 লক্ষ টাকা (কলেজ ও সরকার দেবে 50 হাজার টাকা করে) ক্ষতিপূরণ দিতে হবে।"

তিন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার সময় বলে, "2024 সালের শিক্ষাবর্ষে একটি অতিরিক্ত আসন তৈরি করে ওই পড়ুয়াকে এমবিবিএস কোর্সে প্রথমবর্ষে ওবিসি আবাসিক কোটায় ভরতি নিতে হবে ৷" সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করে দিয়েছে যে, অতিরিক্ত আসন বৃদ্ধি করতে গিয়ে কোনও সংরক্ষিত আসন কমানো যাবে না ৷ অর্থাৎ, 2024 সালের এনইইটি ইউজি পাশ করা পড়ুয়াদের ভরতি বাতিল করা যাবে না ৷

বেঞ্চ উল্লেখ করেছে যে, আবেদনকারীর ভরতি বাতিল করার নির্দেশটি 9 অগস্ট, 2023 সালে জারি করা হয়েছিল ৷ আর কোনও রকম দেরি না করে 10 অগস্ট, 2023 সালে দ্রুত হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল ৷ তাই 2024 শিক্ষাবর্ষে একই মেডিক্যাল কলেজে ওই পড়ুয়ার ভরতি নিশ্চিত করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. দিল্লিতে মণিপুরী যুবতীর মৃত্যুর 10 বছর পর সিবিআই তদন্তের 'সুপ্রিম' নির্দেশ
  2. নজরে মত প্রকাশের স্বাধীনতা, কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটের কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.