ETV Bharat / bharat

আর্থিক তছরুপ মামলায় সত্যেন্দ্রর জামিনের আবেদন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Money Laundering case: আর্থিক তছরুপ মামলা মামলায় এএপি নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের ৷ অসুস্থতার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত ৷ তবে এবার তাঁকে আত্মসমর্পণ করতে বলা হল ৷ ইটিভি ভারতের সুমিত সাক্সেনার প্রতিবেদন ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 2:07 PM IST

Satyendar Jain
Satyendar Jain

নয়াদিল্লি, 18 মার্চ: আর্থিক তছরুপের মামলায় আম আদমি পার্টির (এএপি) নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । এই মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে 2022 সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল । তিনি 2023 সালের মে থেকে অসুস্থতার কারণে জামিনে মুক্ত রয়েছেন । সর্বোচ্চ আদালত এখন তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ।

বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের বেঞ্চ সোমবার সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দেয় এবং তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয় । আপ নেতার আইনজীবী আদালতে যুক্তি দিয়েছিলেন যে তাঁর মক্কেল শারীরিক অবস্থা ভালো নেই । তবে বিচারপতি ত্রিবেদী বলেছেন, "তাঁকে এখন আত্মসমর্পণ করতে হবে । বিস্তারিত রায় পরে আপলোড করা হবে ।"

17 জানুয়ারি শীর্ষ আদালত আর্থিক তছরুপের মামলায় আম আদমি পার্টি নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের উপর রায় সংরক্ষণ করেছিল । সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিংভি সতেন্দ্র জৈনের হয়ে আদালতে সওয়াল করেছিলেন এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সওয়াল করেন ।

ইডির আইনজীবী বলেছিলেন, "সতেন্দ্র জৈন ডিরেক্টর হিসাবে পদ ছেড়ে দেওয়ার পরেও এই সংস্থাগুলিকে উপর তাঁর নিয়ন্ত্রণ ছিল এবং তদন্তকারী আধিকারকরা অভিযানে এই সংস্থাগুলি থেকে চার কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করেছে । তাঁর পরিবারের সদস্যদের মাধ্যমে সতেন্দ্র এই সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণ রেখেছিল ৷" অন্যদিকে অভিষেক সিংভি আদালতকে সমস্ত প্রমাণ এবং পরিস্থিতি সামগ্রিকভাবে পরীক্ষা করে রায় দেওয়ার কথা বলেন ।

শারীরিক অবস্থা ভালো না থাকায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য সতেন্দ্র জৈনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল । পরে আদালত একাধিকবার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছিল । ইডির অভিযোগ, চারটি কোম্পানির মাধ্যমে টাকা পাচার হয়েছে ৷ সেই কোম্পানিরগুলির সঙ্গে যোগ রয়েছে দিল্লির প্রাক্তন মন্ত্রীর ৷ দিল্লি হাইকোর্ট 6 এপ্রিল 2023 সালে সতেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ নেতা ৷

প্রসঙ্গত, দুর্নীতি দমন আইনে সিবিআই একটি মামলা রুজু করেছিল ৷ সেই মামলাতেই আর্থিক তছরুপের ঘটনায় গত বছরের 30 মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তিনি ।

আরও পড়ুন:

  1. অসুস্থতার জন্য সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের
  2. তিহাড়ের শৌচালয়ে পড়ে হাসপাতালে ভরতি সত্যেন্দ্র জৈন, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে
  3. কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে পদত্যাগ দুর্নীতির দায়ে ধৃত সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের

নয়াদিল্লি, 18 মার্চ: আর্থিক তছরুপের মামলায় আম আদমি পার্টির (এএপি) নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । এই মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে 2022 সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল । তিনি 2023 সালের মে থেকে অসুস্থতার কারণে জামিনে মুক্ত রয়েছেন । সর্বোচ্চ আদালত এখন তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ।

বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথালের বেঞ্চ সোমবার সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দেয় এবং তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয় । আপ নেতার আইনজীবী আদালতে যুক্তি দিয়েছিলেন যে তাঁর মক্কেল শারীরিক অবস্থা ভালো নেই । তবে বিচারপতি ত্রিবেদী বলেছেন, "তাঁকে এখন আত্মসমর্পণ করতে হবে । বিস্তারিত রায় পরে আপলোড করা হবে ।"

17 জানুয়ারি শীর্ষ আদালত আর্থিক তছরুপের মামলায় আম আদমি পার্টি নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের উপর রায় সংরক্ষণ করেছিল । সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিংভি সতেন্দ্র জৈনের হয়ে আদালতে সওয়াল করেছিলেন এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সওয়াল করেন ।

ইডির আইনজীবী বলেছিলেন, "সতেন্দ্র জৈন ডিরেক্টর হিসাবে পদ ছেড়ে দেওয়ার পরেও এই সংস্থাগুলিকে উপর তাঁর নিয়ন্ত্রণ ছিল এবং তদন্তকারী আধিকারকরা অভিযানে এই সংস্থাগুলি থেকে চার কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করেছে । তাঁর পরিবারের সদস্যদের মাধ্যমে সতেন্দ্র এই সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণ রেখেছিল ৷" অন্যদিকে অভিষেক সিংভি আদালতকে সমস্ত প্রমাণ এবং পরিস্থিতি সামগ্রিকভাবে পরীক্ষা করে রায় দেওয়ার কথা বলেন ।

শারীরিক অবস্থা ভালো না থাকায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য সতেন্দ্র জৈনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল । পরে আদালত একাধিকবার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছিল । ইডির অভিযোগ, চারটি কোম্পানির মাধ্যমে টাকা পাচার হয়েছে ৷ সেই কোম্পানিরগুলির সঙ্গে যোগ রয়েছে দিল্লির প্রাক্তন মন্ত্রীর ৷ দিল্লি হাইকোর্ট 6 এপ্রিল 2023 সালে সতেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ নেতা ৷

প্রসঙ্গত, দুর্নীতি দমন আইনে সিবিআই একটি মামলা রুজু করেছিল ৷ সেই মামলাতেই আর্থিক তছরুপের ঘটনায় গত বছরের 30 মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তিনি ।

আরও পড়ুন:

  1. অসুস্থতার জন্য সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের
  2. তিহাড়ের শৌচালয়ে পড়ে হাসপাতালে ভরতি সত্যেন্দ্র জৈন, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে
  3. কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে পদত্যাগ দুর্নীতির দায়ে ধৃত সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.