ETV Bharat / bharat

Manish Sisodia and Satyendar Jain resign: কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে পদত্যাগ দুর্নীতির দায়ে ধৃত সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের

author img

By

Published : Feb 28, 2023, 6:40 PM IST

Updated : Feb 28, 2023, 7:07 PM IST

অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন (Manish Sisodia resigns) ৷

ETV Bharat
ফাইল ছবি

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি: মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন আবগারি মামলায় ধৃত দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)৷ উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্বে ছিলেন তিনি ৷ অর্থ দফতরের দায়িত্বেও ছিলেন সিসোদিয়া ৷ একইসঙ্গে মঙ্গলবার দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন জেলবন্দি আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈন ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁদের 2 জনের ইস্তফাই গ্রহণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)৷

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রবিবারই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসোদিয়া ৷ মন্ত্রীসভায় শুধুমাত্র কেজরিওয়ালের ডেপুটিই নয়, দলেও তিনি আপ প্রধানের ডান হাত বলে পরিতচিত ছিলেন ৷ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাঁকে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ মোট 18টি দফতরের দায়িত্বে ছিলেন তিনি ৷ এমনকি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গত বছর মে মাসে গ্রেফতার হওয়ার পর তাঁর দফতরের দায়িত্বও সিসোদিয়াকেই দিয়েছিলেন কেজরিওয়াল ৷

  • Delhi ministers Manish Sisodia and Satyendar Jain resign from their posts in the state cabinet; CM Arvind Kejriwal accepts their resignation. pic.twitter.com/rODxWkSoc9

    — ANI (@ANI) February 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন মণীশ সিসোদিয়া ৷ 4 মার্চ পর্যন্ত তাঁর সিবিআই হেফাজত হয়েছে ৷ তাঁর গ্রেফতারির বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সিসোদিয়া ৷ যদিও তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ অন্যদিকে, আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গত বছরই মে মাসে ইডি'র হাতে গ্রেফতার হন কেজরিওয়াল মন্ত্রিসভার আরেক সদস্য সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) ৷ তিনিও বর্তমানে জেলবন্দি ৷

আরও পড়ুন: দিল্লির আবগারি মামলায় সিসোদিয়াকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

এদিন মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন পদত্যাগ করায় এবার তাঁদের ছেড়ে যাওয়া দায়িত্ব অন্য কাউকে দিতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে ৷ দুর্নীতির অভিযোগে ধৃত এই দুই নেতাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন এখনও তাঁর মন্ত্রিসভায় রেখে দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি ৷ এদিন সুপ্রিম কোর্টেও সিসোদিয়ার আবেদন খারিজ হয়ে যায় ৷ তারপরেই পদত্যাগ করেন এই দুই আপ নেতা ৷ মনে করা হচ্ছে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এদিন সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগ গ্রহণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

Last Updated :Feb 28, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.