ETV Bharat / bharat

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সদগুরু, বিবৃতি দিয়ে জানাল ইশা ফাউন্ডেশন - Sadhguru

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 8:51 PM IST

Updated : Mar 27, 2024, 10:05 PM IST

Etv Bharat
Etv Bharat

Sadhguru Jaggi Vasudev: অস্ত্রোপচারের পর চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন ৷ বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সদগুরু জাগ্গি বাসুদেব ৷

নয়াদিল্লি, 27 মার্চ: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সদগুরু জাগ্গি বাসুদেব ৷ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ ওই রক্তক্ষরণ প্রাণঘাতী হওয়ায় 17 মার্চ সদগুরুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা ৷ ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, সফলভাবে অস্ত্রোপচার হওয়ার পর চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন সদগুরু ৷ তারপর বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷

সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে একত্রে একটি বিবৃতি জারি করেছে ইশা ফাউন্ডেশন ৷ তাতে জানানো হয়েছে, সদগুরুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ৷ চিকিৎসায় তাঁর শরীর যেভাবে সাড়া দিয়েছে, চিকিৎসকরা সন্তুষ্ট ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "অসুস্থ হলেও, সেই ধকল কাটিয়ে উঠেছেন সদগুরু ৷ তাঁর চেতনা, ভাবনা একই রয়েছে । জগতের ভালোর জন্য তাঁর প্রতিশ্রুতি, তাঁর তীক্ষ্ণ মনন এবং রসবোধ সবই অক্ষত ৷ সদগুরুর লক্ষ লক্ষ ভক্তের জন্য এটি খুবই ভালো খবর ।’’

সদগুরুর মুক্তির খবরে হাসপাতালের গেটে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুরাগীরা ৷ গীত নামে এক অনুগামী বলেন, "আমাদের দারুণ লাগছে ৷ অনেক অপেক্ষার পর তিনি ঘরে ফিরে এসেছেন । আমরা গত সাতদিন ধরে এই দিনটি দেখার জন্য অপেক্ষা করছিলাম । সদগুরুর যত্ন নেওয়ার জন্য আমরা ডাক্তার এবং হাসপাতালকে ধন্যবাদ জানাই ৷’’ সুদূর ফিজি থেকে এসেছিলেন সদগুরুর আরেক ভক্ত ৷ তিনি বলেন, ‘‘আমাদের জন্য খুব কঠিন পরিস্থিতি ছিল ৷ শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে । এটি আমাদের জন্য একটি বড় স্বস্তির বিষয় যে তিনি ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন ৷’’

আরও পড়ুন:

  1. দেখে নিন রোজ ধ্যান করা ঠিক কতখানি উপকারী
  2. দিল্লি এইমসে 'স্পিরিচুয়াল মেডিসিন' বিভাগ চালু হওয়ায় সরব বঙ্গের বিজ্ঞান মঞ্চ
  3. চিনে নয়, ভারতে আমরা স্বাধীন; 13 বছর পর শিলিগুড়িতে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা
Last Updated :Mar 27, 2024, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.