ETV Bharat / bharat

বড় ঘোষণা, আন্দোলনে আহত কৃষকদের চিকিৎসার খরচ বহন করবে পঞ্জাব সরকার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 9:10 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Punjab Government will Bear Cost of Treatment of Injured Farmers: পঞ্জাব-হরিয়ানা সীমানায় আন্দোলনে আহত সকল কৃষকদের চিকিৎসার খরচ সরকার বহন করবে পঞ্জাব সরকার ৷ আজ পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং হাসপাতালে আহত কৃষকদের খোঁজখবর নিতে যান ৷ সেখানেই তিনি এ কথা ঘোষণা করেছেন ৷

চণ্ডিগড়, 14 ফেব্রুয়ারি: হরিয়ানা সীমানার কাছে থাকা সকল বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে গেলেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং ৷ সেখানে ভরতি থাকা সকল আহত কৃষকদের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন তিনি ৷ সেখানেই বড় ঘোষণা করলেন আপ সরকারের এই মন্ত্রী ৷ জানালেন, পঞ্জাব সরকার হরিয়ানা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত সকল কৃষকদের চিকিৎসার খরচ বহন করবে ৷

উল্লেখ্য, ফসলের নূন্যতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দেওয়ার দাবিতে 'দিল্লি চলো' অভিযান শুরু করেছে পঞ্জাবের একাংশ কৃষক ৷ সেই অভিযানকে পঞ্জাব-হরিয়ানার শম্ভু-সহ বেশ কিছু সীমানায় আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে অশান্ত হয়ে রয়েছে ওই এলাকা ৷ বুধবার টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ।

স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং বলেছেন, "আন্দোলনকারী কৃষকদের নিরাপত্তার কথা মাথায় রেখে হরিয়ানা সীমানায় সমস্ত হাসপাতালে সতর্কতা জারি করা হয়েছে ৷ সেখানে জরুরি পরিষেবাগুলি চব্বিশ ঘণ্টার জন্য সরবরাহ করা হচ্ছে ৷ চিকিৎসকের অভাব নেই ৷ সেই কারণে সকল চিকিৎসককে হাসপাতালে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ পঞ্জাব-হরিয়ানা সীমানায় বাড়ানো হয়েছে অ্যাম্বুল্যান্সের সংখ্যাও ৷ " উল্লেখ্য, বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মোহালিতে অবস্থিত ডক্টর বিআর আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, সিএইচসি বানুর, সিভিল হসপিটাল রাজপুরা ও পাতিয়ালার রাজিন্দ্রা হাসপাতালে যান আহত কৃষকদের দেখতে ৷

তিনি জানিয়েছেন, সিভিল হাসপাতাল রাজপুরা থেকে শম্ভু সীমানা কাছাকাছি হওয়ায়, সেখানে অন্তত 40 জন আহতকে ভরতি করানো হয়েছে ৷ তাঁদের মধ্যে দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে ৷ এই মুহূর্তে বিশেষ নজরদারিতে তাঁদের চিকিৎসা চলছে ৷ তিনি উল্লেখ্য করেছেন, যে মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের নেতৃত্বাধীন পঞ্জাব সরকার কৃষকদের ধরনার সময় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে ৷ এমনকী হরিয়ানা সরকারের তরফে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার নিন্দা করেছেন বলবীর সিং ৷

তিনি বলেন, "নিজেদের ন্যায্য দাবিতে দিল্লি গিয়ে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনও অন্যায় নেই ৷ তাই হরিয়ানা সরকার তাঁদের বাধা দিতে পারে না ৷" এমনকী হরিয়ানা সরকারের পদক্ষেপকে অসাংবিধানকি ও বেআইনি বলে উল্লেখ করেছেন তিনি ৷ আর জাতীয় সড়ক দেশের সম্পত্তি, সেই রাস্তা দিয়ে হরিয়ানা হয়ে কৃষকরা দিল্লি গেলে, সেখানে স্থানীয় প্রশাসন বাধা সৃষ্টি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি ৷ বিজেপি শাসিত হরিয়ানা সরকার যাতে দ্রুত তাদের প্রতিরোধ সরিয়ে নেয়, সেই আবেদনও করেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং ৷

আরও পড়ুন:

  1. উতপ্ত পঞ্জাব-হরিয়ানা সীমানা, বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল পুলিশের
  2. স্বামীনাথন কমিশনের প্রস্তাব মেনে নেয়নি কংগ্রেস, কৃষক আন্দোলনের আবহে ফিরে দেখা 10টি সুপারিশ
  3. আবার কেন আন্দোলনের পথে কৃষকরা ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.