ETV Bharat / bharat

ভোটের মুখে যোগীরাজ্যে 34 হাজার কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 3:11 PM IST

PM Modi unveils UP Projects Before LS Polls: লোকসভা নির্বাচনের মুখে যোগীরাজ্যে 34 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT

আজমগড় (উত্তরপ্রদেশ), 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে ফের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আজ উত্তরপ্রদেশে 34,700 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

গত 6 তারিখ পশ্চিমবঙ্গে এসে বেশকয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর রবিবার তিনি উত্তরপ্রদেশে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷ এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিজেপি নেতারা জেলার মান্দুরি এলাকায় যান । প্রধানমন্ত্রী মোদি আজমগড়, শ্রাবস্তী, চিত্রকূট এবং আলিগড় বিমানবন্দর ও লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নতুন টার্মিনালের উদ্বোধন করেন ।

প্রধানমন্ত্রী 108 কোটি টাকা ব্যয়ে নির্মিত আজমগড়ের মহারাজা সুহেল দেব স্টেট ইউনিভার্সিটিরও উদ্বোধন করেন । তিনি 11,500 কোটি টাকার পাঁচটি বড় জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । 3,700 কোটি টাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে যোগীরাজ্যের 59টি জেলায় নির্মিত 5,342 কিলোমিটারের বেশি রাস্তারও উদ্বোধন করেন তিনি । প্রধানমন্ত্রী 8,200 কোটি টাকার উত্তরপ্রদেশ জুড়ে 12টি রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ।

তিনি রাজ্যের প্রয়াগরাজ, ইটাওয়া এবং জৌনপুর জেলায় 1,114 কোটি টাকার নমামি গঙ্গা যোজনার অধীনে নির্মিত তিনটি নিকাশী প্রকল্পেরও উদ্বোধন করেছেন । প্রধানমন্ত্রী লখনউতে লাইট হাউস প্রকল্পও (এলএইচপি) উদ্বোধন করবেন, যার অধীনে আধুনিক পরিকাঠামো-সহ 1,040টিরও বেশি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. কাওয়াখালিতে সাড়ে 4 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন মোদি
  2. প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আগে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে নিশানা অভিজিতের
  3. নেহরু পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙা জাতীয় উদ্যান দেখবেন নরেন্দ্র মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.