ETV Bharat / bharat

নেহরু পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙা জাতীয় উদ্যান দেখবেন নরেন্দ্র মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 8:35 PM IST

PM Narendra Modi
PM Narendra Modi

PM Narendra Modi at Kaziranga: শুক্রবার অসমের কাজিরাঙায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি দেশের তৃতীয় প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙায় গেলেন ৷ শনিবার তিনি ঘুরে দেখবেন কাজিরাঙা জাতীয় উদ্যান ৷ জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙা জাতীয় উদ্যানে যাবেন ৷

কাজিরাঙা, 8 মার্চ: কাজিরাঙায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সন্ধ্যায় অসমে পৌঁছে গিয়েছেন তিনি ৷ রাতে তাঁর থাকার কথা কাজিরাঙার কোহরা রেঞ্জের পুলিশ গেস্ট হাউজে ৷ নরেন্দ্র মোদি তৃতীয় প্রধানমন্ত্রী, যিনি কাজিরাঙায় এলেন ৷ তবে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙা জাতীয় উদ্যানে যাবেন ৷

আগামিকাল, শনিবার কাজিরাঙা জাতীয় উদ্য়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা ৷ 1957 সালে এই জাতীয় উদ্য়ানে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৷ সঙ্গে ছিলেন তাঁর কন্যা ইন্দিরা ৷ কোহরা ফরেস্ট রেঞ্জে নেহরু ও ইন্দিরা হাতির পিঠে চড়ে ঘুরেছিলেন ৷ এর পর আর কোনও প্রধানমন্ত্রী কাজিরাঙা জাতীয় উদ্য়ান ঘুরে দেখেননি ৷

ইন্দিরা গান্ধি 1978 সালে এখানে এসেছিলেন ৷ তখন অবশ্য তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন না ৷ সেই সময় তিনি ছিলেন কংগ্রেসের সভানেত্রী ৷ 1988 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি তাঁর স্ত্রী সোনিয়া গান্ধিকে নিয়ে কাজিরাঙায় আসেন ৷ তবে তিনি জাতীয় উদ্যানে যাননি ৷ বরং বনানী ট্যুরিস্ট লজে মধ্যাহ্নভোজ সেরে ফিরে যান ৷ সেই কারণে নরেন্দ্র মোদি কাজিরাঙায় পা রাখা তৃতীয় প্রধানমন্ত্রী ৷

বনানী টুরিস্ট লজটি কাজিরাঙার প্রথম গেস্ট হাউজ ৷ অসম সরকারের পর্যটন উন্নয়ন পর্ষদ এটি পরিচালনা করত ৷ নেহরু প্রধানমন্ত্রী হিসেবে এসে এখানেই রাত কাটিয়েছিলেন ৷ আর শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে থাকবেন, সেটি তৈরি হয়েছে পরে ৷ 2018-19 সালে এই গেস্ট হাউজটি তৈরি হয় ৷ সেই অসমের গোলাঘাটের এসপি মানবেন্দ্র দেবরায় এই গেস্ট হাউজ নির্মাণের কাজ করান ৷ বর্তমানে তিনি অসমের জনসংযোগ বিভাগের অধিকর্তা ৷ প্রায় দেড় বছর ধরে তিনি প্রায় প্রতিদিন এই গেস্ট হাউজ নির্মাণে তদারকি করেছিলেন ৷ এটা তৈরির সময় বিতর্কও হয়েছিল অনেক ৷

অসম পুলিশের এই গেস্ট হাউজের একদিকে হাতিকুলি চা-বাগান ৷ অন্যদিকে রয়েছে কার্বি পাহাড় ৷ ফলে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই জায়গা ৷ অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রায়ই এখানে এসে থাকতেন সর্বানন্দ সোনেওয়াল ৷ 2022 সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই গেস্ট হাউজে এসে থেকেছিলেন ৷ 2023 সালে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও কাজিরাঙায় এসে এই গেস্ট হাউজে ছিলেন ৷

সেই নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি কাজিরাঙার কোহরা রেঞ্জের এই পুলিশ গেস্ট হাউজে রাত্রিযাপন করবেন ৷

আরও পড়ুন:

  1. কাজিরাঙায় পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার
  2. জিনগত বিকৃতির কারণেই কাজিরাঙার 'সোনালি' বাঘিনী, মত বিশেষজ্ঞদের
  3. বারাণসীতে বাজছে বিকাশের ডমরু, নিজের সংসদীয় এলাকায় ‘প্রচার’ শুরু প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.