ETV Bharat / bharat

পতঞ্জলি বিজ্ঞাপন ইস্যুতে সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন রামদেব - Patanjali Advertisement

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 11:04 PM IST

Patanjali Advertisement: শীর্ষ আদালতে দাখিল করা দু’টি পৃথক হলফনামায়, রামদেব এবং বালকৃষ্ণ গত বছরের 21 নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশে রেকর্ড করা ‘বিবৃতি লঙ্ঘনের’ জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 9 এপ্রিল: যোগ গুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ সুপ্রিম কোর্টের সামনে ‘নিঃশর্ত ক্ষমা’র আর্জি দাখিল করেছেন ৷ শীর্ষ আদালতে দাখিল করা দুটি পৃথক হলফনামায়, রামদেব এবং বালকৃষ্ণ গত বছরের 21 নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশে রেকর্ড করা ‘বিবৃতি লঙ্ঘনের’ জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

গত বছর 21 নভেম্বর আদেশে, শীর্ষ আদালত জানিয়েছিল, পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিনিধিত্বকারী আইনজীবী আশ্বস্ত করেছেন যে "এখন থেকে কোনও আইন লঙ্ঘন করা হবে না ৷ বিশেষত সংস্থার উৎপাদিত এবং বিপণন করা পণ্যগুলির বিজ্ঞাপন বা ব্র্যান্ডিং সম্পর্কিত বিষয়েও আইন লঙ্ঘন করা হবে না। যে ওষুধের কার্যকারিতা দাবি করে বা ওষুধের কোনও ব্যবস্থার বিরুদ্ধে কোনও নৈমিত্তিক বিবৃতি কোনও আকারে মিডিয়াতে প্রকাশ করা হবে না ৷"

শীর্ষ আদালত জানিয়েছিল, পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড "এই ধরনের আশ্বাসে আবদ্ধ"। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায়, রামদেব জানিয়েছেন, "আমি বিজ্ঞাপনের ইস্যুতে আমার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি ৷ পতঞ্জলির আইনজীবীর বক্তব্যের পরে ঘটেছিল যা নভেম্বরের আদেশে রেকর্ড করা হয়েছিল। আমাকে জানানো হয়েছে এক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।" তিনি আরও বলেন, "আমি এই ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আদালতকে আশ্বস্ত করতে চাইছি, এর পুনরাবৃত্তি হবে না ৷" এরপরই রামদেব লিখেছেন, "আমি রেকর্ড করা বিবৃতি লঙ্ঘনের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।"

একইভাবে, বালকৃষ্ণও গত বছরের 21 নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশে রেকর্ড করা বিবৃতি লঙ্ঘনের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, "আমি আন্তরিকভাবে বিজ্ঞাপনের ইস্যুতে দুঃখিত যা 21 নভেম্বর, 2023 তারিখের আদেশের লঙ্ঘন হয়েছে। আমি এই বিষয়ে আমার নিজের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।" বালকৃষ্ণ তাঁর হলফনামায় বলেছেন, "এই আদালতের আদেশ লঙ্ঘন করার কোনও অভিপ্রায় আমার কখনওই ছিল না। আমি বলছি যে ভবিষ্যতে এমন কোনো ত্রুটি ঘটবে না। আমি সর্বদা আইনের মহিমা বজায় রাখব।" বুধবার বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চে এই বিষয়ে শুনানির কথা রয়েছে।

(পিটিআই)

আরও পড়ুন

  1. হেমাকে নিয়ে 'অসম্মানজনক' মন্তব্য সুরজেওয়ালার, কমিশনের প্রশ্নের মুখে খাড়গে
  2. হুমকির জের, নির্বাচন কমিশনার রাজীব কুমারকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.