ETV Bharat / bharat

হেমাকে নিয়ে 'অসম্মানজনক' মন্তব্য সুরজেওয়ালার, কমিশনের প্রশ্নের মুখে খাড়গে - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 7:14 PM IST

Lok Sabha Election 2024: নির্বাচনী প্রচারে মহিলাদের উদ্দেশে মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালার বিরুদ্ধেও ৷ পাশাপাশি কংগ্রেস কীভাবে মহিলাদের সম্মান বজায় রেখে প্রচার করছে, কমিশন তা জানতে চাইল মল্লিকার্জুন খাড়গের কাছে ৷

ETV BHarat
কংগ্রেসকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, 9 এপ্রিল: প্রচারে মহিলাদের সম্ভ্রম বজায় রাখতে কী পদক্ষেপ করা হল ? সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করল নির্বাচন কমিশন ৷ সম্প্রতি কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বিজেপির সাংসদ হেমা মালিনীকে নিয়ে যে মন্তব্য করেন, তাকে ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ এর জন্য সুরজেওয়ালাকে শোকজ নোটিশও পাঠায় নির্বাচন কমিশন ৷

এর প্রেক্ষিতেই মঙ্গলবার দেশের নির্বাচন কমিশন কংগ্রেস সভাপতি খাড়গেকে প্রশ্ন করে, মহিলাদের সম্মান বজায় রেখে লোকসভা নির্বাচনের প্রচার চালাতে কী ব্যবস্থা নিয়েছে কংগ্রেস ৷ মল্লিকার্জুন খাড়গে এবং সুরজেওয়ালা - দু'জনকেই তাঁদের জবাব দিতে হবে ৷ রণদীপ সুরজেওয়ালাকে 11 এপ্রিল সন্ধ্যার মধ্য়ে নির্বাচন কমিশনে উত্তর দিতে হবে ৷ জবাব পাঠাতে হবে কংগ্রেস সভাপতি খাড়গেকেও ৷

সম্প্রতি নির্বাচনী প্রচারে রণদীপ সুরজেওয়ালা বিজেপির হেমা মালিনীকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে ৷ পরে সেই ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ ওই ভিডিয়োটিতে সুরজেওয়ালা হেমা মালিনীর উদ্দেশে এমন কিছু মন্তব্য করেন, যা অসম্মানজনক বলে জানিয়ে তার প্রতিবাদ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

এ দিকে, কংগ্রেস নেতা সুরজেওয়ালা দাবি করেন, ওই তারিখের ভিডিয়োটি তৈরি করা হয়েছে, বিকৃত করা হয়েছে ৷ তিনি কোনওদিনই হেমা মালিনীকে অপমান করতে চাননি ৷ এমনকী আত্মপক্ষ সমর্থনে রণদীপ একই ভিডিয়োর একটি ক্লিপিং পোস্ট করেন ৷ তাতে শোনা যাচ্ছে, তিনি বলছেন যে, তিনি হেমা মালিনীকে সম্মান করেন ৷ তিনি বলেন, "হেমা মালিনী ধর্মেন্দ্রজিকে বিয়ে করেছেন ৷ তাই তিনি আমাদের ঘরের বউ ৷" তবে এই বিতর্কের পর নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি ৷ তার প্রেক্ষিতেই তাঁকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন ৷

উল্লেখ্য, হেমা মালিনী মথুরা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ তাঁকে ফের এই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷

আরও পড়ুন:

  1. নির্বাচনী প্রচারের ফাঁকে মহিলাদের সঙ্গে মালির ভূমিকায় রাহুল
  2. ভোটে কংগ্রেসের প্রত্যাশিত ফল না-হলে রাহুলের সরে যাওয়া উচিত: পিকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.