ETV Bharat / bharat

রান্নার গ্যাসের সিলিন্ডার লিক, ঘুমের মধ্যেই চিরঘুমে একই পরিবারের 4 - Deaths due to cylinder leak

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 7:26 PM IST

Deaths due to cylinder leak: ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গেলেন বাবা, মা ও তাঁদের দুই সন্তান ৷ রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সন্দেহ পুলিশের ৷

ETV BHARAT
ঘুমের মধ্যেই চিরঘুমে একই পরিবারের 4 (নিজস্ব ছবি)

মাইসুরু, 22 মে: ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গেলেন একই পরিবারের চারজন ৷ ঘরে রান্নার গ্যাস সিলিন্ডার লিকের কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ মাইসুরুর ইয়ারাগানাহাল্লিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷

কুমারস্বামী (45), মঞ্জুলা (39) এবং তাঁদের সন্তান অর্চনা (19) এবং স্বাতী (17) - ঘরের ভেতর থেকে এই চারজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এই পরিবার মূলত চিক্কামাগালুরু জেলার কাদুরের বাসিন্দা ৷ তাঁরা পরে মাইসুরুতে থাকা শুরু করেন ৷ জামাকাপড় ইস্ত্রি করে জীবিকা নির্বাহ করতেন এই দম্পতি । মঙ্গলবার রাতে ঘরের সিলিন্ডার লিক করে শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয় বলে সন্দেহ করা হচ্ছে । যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ।

পরিবারটি রবিবার একটি বিয়েতে অংশ নিয়ে সোমবার রাতে বাড়ি ফেরে । রোজকার মতোই রাতে ঘুমোলেও সকালে আর তাঁদের ঘুম ভাঙেনি ৷ পরের দিন সকালে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ তখন দরজা ভেঙে ভেতরে ঢুকেই মর্মান্তিক দৃশ্য দেখতে পান প্রতিবেশীরা ৷

মৃত ব্যক্তি চিক্কামাগালুরু জেলার সাখারায়াপত্তনমের বাসিন্দা এবং গত 30 বছর ধরে ইয়ারাগানাহাল্লিতেই তাঁর বাস । কুমারস্বামী গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কাপড় ইস্ত্রি করতেন ।

মৃত কুমারস্বামীর বোন বীনাক্ষী বলেন, "গতকাল থেকে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি । এই পরিবারে কোনও ঝগড়াঝাঁটি ছিল না । সবাই খুব ভালো ছিল ৷ এক আত্মীয়ের বিয়েতে গিয়ে রবিবার রাতে মাইসুরুতে ফেরে তারা । সোমবারও তারা একদম ঠিক ছিল ৷ আর আজ এই অবস্থা ৷ পুলিশ বলছে বাড়িতে গ্যাস লিক হয়েছে ৷"

শোওয়ার ঘরে স্বামী-স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে এবং হলঘরে শিশুদের মৃতদেহ মিলেছে । পুলিশ, দমকলের কর্মী এবং এফএসআইএল টিম এসে ঘটনাস্থল খতিয়ে দেখছে ৷ ওই বাড়িতে তিনটি সিলিন্ডার ছিল এবং একটি সিলিন্ডারে গ্যাস লিক করছিল । বাকি দুটি সিলিন্ডার খালি ছিল । চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার রমেশ বানোথ ।

মন্ত্রী এইচসি মহাদেবপ্পা বিষয়টি জানতে পেরে জেএসএস হাসপাতালে যান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান । হাসপাতালের মর্গে রাখা মরদেহ দেখে তিনি গভীর শোক প্রকাশ করেন । আত্মীয়দের কাছ থেকে ঘটনার তথ্য পাওয়ার পর মন্ত্রী বিষয়টি জানান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ৷ সরকারের তরফে মৃতদের পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
  2. স্কুটি ও আরোহীকে 500 মিটার ছেঁচড়ে নিয়ে গেল সরকারি বাস, মর্মান্তিক মৃত্যু দুর্গাপুরে
  3. মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.