ETV Bharat / state

স্কুটি ও আরোহীকে 500 মিটার ছেঁচড়ে নিয়ে গেল সরকারি বাস, মর্মান্তিক মৃত্যু দুর্গাপুরে - Durgapur Hit and Run

author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 3:52 PM IST

Updated : May 21, 2024, 5:10 PM IST

Durgapur Hit and Run: স্কুটি ও তার আরোহীকে ধাক্কা মারার পর তাদের 500 মিটার ছেঁচড়ে নিয়ে গেল সরকারি বাস ৷ মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় দুর্গাপুরে পথ অবরোধ স্থানীয়দের ৷

ETV BHARAT
মর্মান্তিক মৃত্যু দুর্গাপুরে (নিজস্ব চিত্র)

মর্মান্তিক মৃত্যু দুর্গাপুরে (ইটিভি ভারত)

দুর্গাপুর, 21 মে: দিল্লির কাঞ্ঝাওয়ালার নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এ বার দুর্গাপুরে ৷ স্কুটিকে ধাক্কা দিল বেপরোয়া সরকারি বাস ৷ স্কুটি ও তার চালক আটকে যায় বাসের পেছনের চাকায় ৷ বাসটি না-থেমে সেই সমেতই টেনে-হিঁচড়ে নিয়ে যায় প্রায় 500 মিটার ৷ রাস্তা ভিজে যায় রক্তে ৷ ছড়িয়ে ছিটিয়ে পড়ে দলা পাকানো মাংসপিণ্ড ৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ কোকওভেন থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস এই কাণ্ড ঘটানোয়, উত্তেজিত জনতা ওই সংস্থার প্রধান কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ দুর্গাপুরের ডিপিএলের রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে এসবিএসটিসি-র কার্যালয়ে দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস । সেই সময় স্কুটি নিয়ে দুর্গাপুরের ফরিদপুর গ্রামের বাসিন্দা শ্যামল প্রামাণিক ওই দিকেই যাচ্ছিলেন । বেপরোয়া গতিতে থাকা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিকে ধাক্কা মারলে স্কুটির আরোহী এবং তাঁর স্কুটি বাসের পিছনের চাকায় আটকে যায় । এই অবস্থায় বাসটি না-থামিয়ে প্রায় 500 মিটার তাঁদের টেনে-হিঁচড়ে নিয়ে যায় ।

বাসটি এসবিএসটিসি কার্যালয়ের ভেতরে ঢোকার সময় বাইরে পড়ে যায় শ্যামল প্রামাণিকের (39 বছর) রক্তাক্ত দেহ । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ আর স্কুটি নিয়ে বাসটি এসবিএসটিসি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে । সেখানে বাস থামিয়েই পালিয়ে যান চালক এবং খালাসি । স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন বলেই এই ঘটনা ঘটেছে ৷

প্রতিনিয়ত যেভাবে একের পর এক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস বেপরোয়া গতিতে যাতায়াত করে, তাতে তাঁরা আতঙ্কের মধ্যেই থাকেন বলে অভিযোগ স্থানীয়দের । যতক্ষণ না পর্যন্ত ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এবং মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা । দীর্ঘক্ষণ দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশনগামী রাস্তায় অবরোধ চলে ৷ প্রায় এক ঘণ্টা পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

আরও পড়ুন:

  1. মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা
  2. কাঞ্ঝাওয়ালার ঘটনায় নয়া তথ্য, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অঞ্জলির বান্ধবী নিধি
  3. এবার হরদোই ! সাইকেল সওয়ারিকে ধাক্কা মেরে, ঘষটে নিয়ে গেল গাড়ি
Last Updated : May 21, 2024, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.