ETV Bharat / bharat

সীতাপুরে মা, স্ত্রী ও 3 সন্তানকে খুন করে আত্মঘাতী ব্যক্তি ! - Five Family Members Killed

author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 2:17 PM IST

Man Murders Family Members: সীতাপুরে মা, স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে আত্মঘাতী ব্যক্তি ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । কেন ওই ব্যক্তি এই পদক্ষেপ নিলেন তা এখনও স্পষ্ট নয় ।

UP murder case
সীতাপুরে পরিবারের 5 জনকে খুন (নিজস্ব ছবি)

সীতাপুর (উত্তরপ্রদেশ), 11 মে: ঘুমন্ত অবস্থায় গুলির আঘাতে শেষ পাঁচটা জীবন ৷ মা, স্ত্রী ও তিন সন্তানকে গুলি করে হত্যার অভিযোগ মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে ৷ পরে নিজেও আত্মহত্যা করে অভিযুক্ত ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার রামপুর মথুরায় ৷ একই পরিবারের পাঁচজনকে একসঙ্গে হত্যার ঘটনায় কেঁপে উঠেছে গোটা এলাকা । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুলিশ । ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।

পুলিশ জানিয়েছে, রামপুর মথুরা থানার পালহাপুর গ্রামে 45 বছর বয়সি অনুরাগ তার পরিবারের সঙ্গেই থাকত । শনিবার সকাল সাতটার দিকে পুলিশ খবর পায় অনুরাগ তার মা, স্ত্রী ও তিন সন্তানকে ঘরে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে । এরপর নিজের জীবনও নেয় ওই ব্যক্তি । মৃতরা হলেন অনুরাগের মা সাবিত্রী (62), স্ত্রী প্রিয়াঙ্কা (40) এবং তিন সন্তান অর্ণ (12), অদ্বিক (8) এবং আরভি (7) । এই ঘটনার জেরে শেষ হয়ে গেল একটি পরিবার । তবে কেন অভিযুক্ত এমন পদক্ষেপ নিল কেউ জানে না ৷ এই ঘটনার পিছনের কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ ।

প্রতিবেশীদের দাবি, অনুরাগ মাদক সেবন করত । প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত সে । এরপর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ত । দীর্ঘদিন ধরে অনুরাগের মানসিক অবস্থাও ভালো যাচ্ছিল না বলে জানাচ্ছেন গ্রামের লোকজনও । আজ সকালে গুলির শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । এরপর তারা ঘটনাস্থলের দিকে ছুটে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷

আরও পড়ুন:

  1. কুসংস্কারের শিকার! গরম রড দিয়ে পুড়িয়ে দেওয়া হল কিশোরীর শরীর
  2. পাবজি খেলতে খেলতে গুলি, প্রাণ গেল নাবালকের
  3. মদ্যপ বাবার ছুরির কোপে মৃত ডেনড্রাইটের নেশায় আসক্ত ছেলে ! তদন্তে লালবাজার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.