শরীরের ক্ষুদ্র গতিবিধি অনুধাবন করতে আইআইটি গুয়াহাটির নয়া আবিষ্কার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 8:06 PM IST

Organohydrogel Sensor Device

Organohydrogel Sensor Device: মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করবে ৷ রেকর্ড করবে শরীরের ক্ষুদ্র গতিবিধি ৷ নয়া ডিভাইস তৈরি করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির বিজ্ঞানীরা ৷

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: শরীরের গতিবিধি অনুধাবন করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির নয়া আবিষ্কার ৷ আইআইটি গুয়াহাটির গবেষকরা একটি সস্তা, জেল-ভিত্তিক ডিভাইস তৈরি করেছেন ৷ এই ডিভাইস শরীরের ক্ষুদ্র গতিবিধিকেও রেকর্ড করবে । রোগীদের ক্ষেত্রে এই ডিভাইস কাজে লাগবে ৷ এই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে অর্গানোহাইড্রোজেল সেন্সর ।

ডিভাইসটি কোমায় থাকা রোগীদের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী হবে ৷ তাদের অঙ্গপ্রতঙ্গের গতিবিধি অনুধাবন করতে ব্যবহার করা যেতে পারে । ডিভাইসটি ওয়্যারলেস ৷ এটি স্মার্টফোনের সঙ্গে সংযোগ করা যায় । এর ফলে সময়ে সময়ে দূরে বসেই রোগীর শরীরের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরা ব্যবস্থা নিতে পারবেন ৷

শরীরে পরে ঘুরে বেড়ানো যায় এমন ইলেকট্রনিক ডিভাইস মানুষের ক্ষমতার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই ডিভাইস কৃত্রিম ত্বক ও কৃত্রিম অঙ্গ হিসাবে কাজ করে এবং আমাদের গতিবিধিকে অনুধাবন করে । বায়োইলেক্ট্রনিক্স, পরিধানযোগ্য সেন্সর এবং শক্তি সঞ্চয়কারী ডিভাইসের আকারে এই ডিভাইসগুলি পোশাক এবং শরীরে লাগানো যায় । পরিধানযোগ্য নমনীয় এই ডিভাইসগুলির অনেক সুবিধা রয়েছে । ডিভাইস শরীরের ক্ষুদ্রতম নড়াচড়াও পর্যবেক্ষণ করতে পারে ৷

তবে পাশাপাশি বর্তমানে জেল প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে । এই ডিভাইসগুলিকে বেশি টানাটানি এবং নিজে থেকে মেরামত করা যায় না । বেশি গরম বা ঠান্ডায় ডিভাইস সংবেদনশীলতা হারায় । এই অসুবিধাগুলি কাটিয়ে উঠতে আইআইটির বিজ্ঞানীরা অর্গানোহাইড্রোজেল তৈরি করেছেন । তাঁরা দাবি করেছেন, এই ডিভাইসটি খুব টেকসই এবং এটিকে বহুবার ব্যবহার করা যেতে পারে । এমনকী এই ডিভাইসটিকে নিজে থেকে মেরামতও করা যাবে ।

বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করবে এই নয়া ডিভাইস ৷ এটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে থাকবে না । পাশাপাশি অর্গানোহাইড্রোজেল কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই ৷ তাই মানুষের ত্বকে নিরাপদে ব্যবহার করা যেতে পারে বলে বিজ্ঞানীদের দাবি ৷

আরও পড়ুন:

  1. ব্রিথ সেন্সরের মাধ্যমে শুধু মদ্যপানের মাত্রা নয়, নির্ধারণ করা যাবে রোগও
  2. মাত্র 10 সেকেন্ডে কোভিড ও ফ্লু শনাক্ত করবে নয়া এই অতি-পাতলা সেন্সর !
  3. খনিজ সম্পদ অন্বেষণ, শীঘ্রই হারবার ট্রায়াল শুরু 'মৎস্য 6000' সমুদ্রযানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.