ETV Bharat / bharat

অসমে বিজেপির সভায় হিমন্তর নাচ এখন অন্যতম আকর্ষণ - Himanta Biswa Sarma

Himanta Biswa Sarma: নির্বাচনী প্রচারে নাচছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ অসমে নির্বাচনী প্রচারে এবার এই দৃশ্য় বারবার দেখা যাচ্ছে ৷ মুখ্য়মন্ত্রীর এই নাচ এখন জনপ্রিয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও ৷

author img

By PTI

Published : Apr 6, 2024, 6:40 PM IST

Updated : Apr 6, 2024, 9:48 PM IST

Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma
মঞ্চে মুখ্যমন্ত্রীর নাচ, দেখুন ভিডিয়ো

গুয়াহাটি, 6 এপ্রিল: হিমন্ত বিশ্বশর্মার ভাষণ শুনতে অনেকেই পছন্দ করেন ৷ কিন্তু তাঁকে নাচতে দেখতে কি অসমের জনতা পছন্দ করেন ? উত্তর ইতিবাচকই হবে ৷ কারণ, নির্বাচনী প্রচারে বিজেপির থিম সংয়ের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর নাচ এখন দলের সাধারণ নেতা-কর্মীরা খুবই পছন্দ করছেন ৷

প্রথম তিন দফা - এপ্রিল 19 ও 26 এবং মে মাসের 7 তারিখ অসমের 14টি লোকসভা আসনে ভোট ৷ সেই কারণে প্রচারে অসমের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক ৷ বিভিন্ন জনসভায় তাঁকে ভাষণ দেওয়ার পাশাপাশি বিজেপির থিম সংয়ের তালে নাচতেও দেখা যাচ্ছে ৷ অসমের মুখ্যমন্ত্রীর এই নাচ জনপ্রিয় হয়ে উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ৷

শনিবার অসমের জোরহাটে জনসভা করে বিজেপি ৷ সেখানে হিমন্ত পৌঁছাতেই শুরু হয় বিজেপির থিম সং ‘আকৌ এবার মোদি সরকার’ (আরও একবার মোদি সরকার) বাজতে শুরু করে ৷ তখন মুখ্যমন্ত্রী সেই গানে গলা মেলান ৷ আবার নাচেনও ৷ ওই রাজ্য়ের শিবসাগর ও মারিয়ানিতেও একই দৃশ্য চোখে পড়েছে ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমরা মোদির পরিবার ৷ আমরা আমাদের জনসভায় নাচ-গানও করি ৷’’

জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি মোদি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ অসম সরকার কী কী করেছে, সেই খতিয়ানও তিনি দেন ৷ পাশাপাশি জানান যে এবার এনডিএ অসম থেকে 13টি আসন পাবে ৷ 2019 সালে বিজেপি অসম থেকে 9টি আসনে জিতে ছিল ৷ এবার তারা 11টি আসনে লড়ছে ৷ দু’টি আসনে লড়ছে এনডিএ-র শরিক অসম গণপরিষদ ও একটি আসন দেওয়া হয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলকে ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর
  2. সিনেমা দেখি না বলে শাহরুখকে চিনি না, সাফাই হিমন্তর
  3. বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল, তোপ হিমন্তর

মঞ্চে মুখ্যমন্ত্রীর নাচ, দেখুন ভিডিয়ো

গুয়াহাটি, 6 এপ্রিল: হিমন্ত বিশ্বশর্মার ভাষণ শুনতে অনেকেই পছন্দ করেন ৷ কিন্তু তাঁকে নাচতে দেখতে কি অসমের জনতা পছন্দ করেন ? উত্তর ইতিবাচকই হবে ৷ কারণ, নির্বাচনী প্রচারে বিজেপির থিম সংয়ের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর নাচ এখন দলের সাধারণ নেতা-কর্মীরা খুবই পছন্দ করছেন ৷

প্রথম তিন দফা - এপ্রিল 19 ও 26 এবং মে মাসের 7 তারিখ অসমের 14টি লোকসভা আসনে ভোট ৷ সেই কারণে প্রচারে অসমের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক ৷ বিভিন্ন জনসভায় তাঁকে ভাষণ দেওয়ার পাশাপাশি বিজেপির থিম সংয়ের তালে নাচতেও দেখা যাচ্ছে ৷ অসমের মুখ্যমন্ত্রীর এই নাচ জনপ্রিয় হয়ে উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ৷

শনিবার অসমের জোরহাটে জনসভা করে বিজেপি ৷ সেখানে হিমন্ত পৌঁছাতেই শুরু হয় বিজেপির থিম সং ‘আকৌ এবার মোদি সরকার’ (আরও একবার মোদি সরকার) বাজতে শুরু করে ৷ তখন মুখ্যমন্ত্রী সেই গানে গলা মেলান ৷ আবার নাচেনও ৷ ওই রাজ্য়ের শিবসাগর ও মারিয়ানিতেও একই দৃশ্য চোখে পড়েছে ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমরা মোদির পরিবার ৷ আমরা আমাদের জনসভায় নাচ-গানও করি ৷’’

জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি মোদি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ অসম সরকার কী কী করেছে, সেই খতিয়ানও তিনি দেন ৷ পাশাপাশি জানান যে এবার এনডিএ অসম থেকে 13টি আসন পাবে ৷ 2019 সালে বিজেপি অসম থেকে 9টি আসনে জিতে ছিল ৷ এবার তারা 11টি আসনে লড়ছে ৷ দু’টি আসনে লড়ছে এনডিএ-র শরিক অসম গণপরিষদ ও একটি আসন দেওয়া হয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলকে ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর
  2. সিনেমা দেখি না বলে শাহরুখকে চিনি না, সাফাই হিমন্তর
  3. বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল, তোপ হিমন্তর
Last Updated : Apr 6, 2024, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.