ETV Bharat / bharat

অসমে বিজেপির সভায় হিমন্তর নাচ এখন অন্যতম আকর্ষণ - Himanta Biswa Sarma

author img

By PTI

Published : Apr 6, 2024, 6:40 PM IST

Updated : Apr 6, 2024, 9:48 PM IST

Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma

Himanta Biswa Sarma: নির্বাচনী প্রচারে নাচছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ অসমে নির্বাচনী প্রচারে এবার এই দৃশ্য় বারবার দেখা যাচ্ছে ৷ মুখ্য়মন্ত্রীর এই নাচ এখন জনপ্রিয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও ৷

মঞ্চে মুখ্যমন্ত্রীর নাচ, দেখুন ভিডিয়ো

গুয়াহাটি, 6 এপ্রিল: হিমন্ত বিশ্বশর্মার ভাষণ শুনতে অনেকেই পছন্দ করেন ৷ কিন্তু তাঁকে নাচতে দেখতে কি অসমের জনতা পছন্দ করেন ? উত্তর ইতিবাচকই হবে ৷ কারণ, নির্বাচনী প্রচারে বিজেপির থিম সংয়ের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর নাচ এখন দলের সাধারণ নেতা-কর্মীরা খুবই পছন্দ করছেন ৷

প্রথম তিন দফা - এপ্রিল 19 ও 26 এবং মে মাসের 7 তারিখ অসমের 14টি লোকসভা আসনে ভোট ৷ সেই কারণে প্রচারে অসমের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির এই তারকা প্রচারক ৷ বিভিন্ন জনসভায় তাঁকে ভাষণ দেওয়ার পাশাপাশি বিজেপির থিম সংয়ের তালে নাচতেও দেখা যাচ্ছে ৷ অসমের মুখ্যমন্ত্রীর এই নাচ জনপ্রিয় হয়ে উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ৷

শনিবার অসমের জোরহাটে জনসভা করে বিজেপি ৷ সেখানে হিমন্ত পৌঁছাতেই শুরু হয় বিজেপির থিম সং ‘আকৌ এবার মোদি সরকার’ (আরও একবার মোদি সরকার) বাজতে শুরু করে ৷ তখন মুখ্যমন্ত্রী সেই গানে গলা মেলান ৷ আবার নাচেনও ৷ ওই রাজ্য়ের শিবসাগর ও মারিয়ানিতেও একই দৃশ্য চোখে পড়েছে ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আমরা মোদির পরিবার ৷ আমরা আমাদের জনসভায় নাচ-গানও করি ৷’’

জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি মোদি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ অসম সরকার কী কী করেছে, সেই খতিয়ানও তিনি দেন ৷ পাশাপাশি জানান যে এবার এনডিএ অসম থেকে 13টি আসন পাবে ৷ 2019 সালে বিজেপি অসম থেকে 9টি আসনে জিতে ছিল ৷ এবার তারা 11টি আসনে লড়ছে ৷ দু’টি আসনে লড়ছে এনডিএ-র শরিক অসম গণপরিষদ ও একটি আসন দেওয়া হয়েছে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলকে ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. 'পাকিস্তানের হারে মুষড়ে পড়েছেন', রাহুলকে তীব্র কটাক্ষ হিমন্তর
  2. সিনেমা দেখি না বলে শাহরুখকে চিনি না, সাফাই হিমন্তর
  3. বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল, তোপ হিমন্তর
Last Updated :Apr 6, 2024, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.