ETV Bharat / bharat

Himanta on Shah Rukh: সিনেমা দেখি না বলে শাহরুখকে চিনি না, সাফাই হিমন্তর

author img

By

Published : Jan 23, 2023, 8:06 PM IST

হিমন্ত বিশ্ব শর্মা টুইট করার একদিন পরে যে তিনি ফোনে অভিনেতা শাহরুখ খানকে আশ্বস্ত করেছিলেন যে অসম সরকার 'পাঠান' মুক্তির সময় ওই রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করবে (Pathaan in Assam) ৷

Himanta on Shah Rukh
Himanta on Shah Rukh

গুয়াহাটি (অসম), 23 জানুয়ারি: কে শাহরুখ খান ? আর এসআরকে আমাকে ফোন করেছিলেন ৷ এই দুই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ৷ সেই নিয়ে সোমবার তিনি জানিয়েছেন, তিনি এখনও ওই অভিনেতা সম্পর্কে বিশেষ কোনও ধারণা তাঁর নেই (Himanta Biswa sharma on SRK phone call) ৷ কারণ, তিনি সেভাবে সিনেমা দেখেন না ৷ তাছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর জ্ঞান খুব কম ৷

এদিন এক সাংবাদিক বৈঠকে হিমন্ত বলেন, "আমি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং জিতেন্দ্রের ছবি দেখেছি... আমি এখনও শাহরুখ খান সম্পর্কে অনেক কিছু জানি না (Himanta said does not know Shah Rukh khan) । 2001 সাল থেকে আমি ছয় থেকে সাতটির বেশি ছবি দেখিনি ৷" শাহরুখের সঙ্গে কথোপকথন নিয়ে তিনি জানান, তিনি শনিবার সন্ধ্যা 7টা 40 মিনিট নাগাদ একটি মেসেজ পান, যাতে বলা হয়েছিল, ‘আমি শাহরুখ খান । আমি আপনার সঙ্গে কথা বলতে চাই ৷’

তিনি বলেন, "অনেক লোক রয়েছেন, যাঁরা আমার সঙ্গে কথা বলতে চান । সেগুলি মিটিয়ে নিয়ে তাঁর (শাহরুখ) কাছে একটি বার্তা পাঠানো হয় যে শনিবার রাত 2টোয় আমি ফোনে কথার বলতে পারব ৷ তারপর তিনি আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে তাঁর ছবি শীঘ্রই মুক্তি পাবে এবং তিনি আশা প্রকাশ করেন যে কোনও সমস্যা হবে না । আমি তাঁকে ছবির নাম জিজ্ঞাসা করলাম এবং তিনি বললেন 'পাঠান' । আমি তাঁকে বলেছি কোনও ঝামেলা হবে না ৷"

শাহরুখের ওই সিনেমা বয়কট করা নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, যাঁরা ছবিটি দেখতে ইচ্ছুক, তাঁরা তা দেখবেন এবং বাকিরা এটি এড়িয়ে যেতে পারেন । তবে অসমের কোনও বদনাম তিনি হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ আর শাহরুখ সম্পর্কে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় হিমন্তকে ৷ উত্তরে তিনি বলেন, "কেন আমি তাঁকে চিনব ? আমি সত্যিই জানতাম না যে তিনি এত মহান ব্যক্তি... আমি অনেক সিনেমা দেখি না । আমি জানি বর্ষীয়ান অভিনেতাদের সম্পর্কে । তারকাদের প্রতি আকর্ষণ প্রজন্ম অনুযায়ী পরিবর্তিত হয় ।’’

তিনি আরও বলেন, "এছাড়া, আমি রাজ্যের পুরো তিন কোটি মানুষ বা এমনকি আমার ভোটারদেরও জানি না, যাঁদের কাছে আমি ঋণী ৷" 'পাঠান'-এর পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে অসমে ৷ হিমন্তর বক্তব্য, পোস্টার ছেঁড়া আইনত দণ্ডনীয় নয় ৷ এই নিয়ে কোন আইনে মামলা হওয়া উচিত, পালটা প্রশ্ন তুলেছেন তিনি ৷

তিনি আরও বলেন, "রাজনীতিবিদদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, কিন্তু এ নিয়ে কোনও আলোচনা হয় না । এখন সময় এসেছে মানুষের মানসিকতা পরিবর্তন করার ৷" বজরং দলের কর্মীরা সম্প্রতি অসমের নারেঙ্গি এলাকায় একটি সিনেমা হলে হামলা চালায় ও 'পাঠান'-এর পোস্টার ছিঁড়ে ফেলে, সেগুলো পুড়িয়ে দেয় এবং ছবির বিরুদ্ধে স্লোগান দেয় বলে অভিযোগ । শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী 25 জানুয়ারি ৷

আরও পড়ুন: 'কে শাহরুখ' মন্তব্যের পর অসমের মুখ্যমন্ত্রীকে ফোন বাদশার, কী বললেন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.