ETV Bharat / bharat

দিল্লির হাসপাতালে সফল অস্ত্রোপচার, বৃদ্ধার দু'হাত জুড়ল ব্যক্তির শরীরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 10:03 AM IST

Updated : Mar 7, 2024, 10:21 AM IST

Etv Bharat
দিল্লির হাসপাতালে সফল অস্ত্রোপচার

Hand Transplant in Delhi: ট্রেন দুর্ঘটনায় বাদ গিয়েছিল দু'টি হাত ৷ মহিলার অঙ্গদানে দিল্লির ব্যক্তি ফিরে পেলেন দুই হাত ৷ অস্ত্রোপচার করে তাঁর দেহে মহিলার হাত জুড়লেন চিকিৎসকরা ৷ কীভাবে সম্ভব হল, জানিয়েছেন চিকিৎসকরা ৷

নয়াদিল্লি, 7 মার্চ: ডাক্তার তো নয়, যেন ভগবান ৷ দীর্ঘ রোগভোগ বা তীব্র শারীরিক যন্ত্রণা সেরে যাওয়ার পর আমরা প্রায়শই এমনটা বলে থাকি ৷ তাঁরা কেবল জীবন বাঁচান না, কখনও কখনও এমন অলৌকিক কাজ করেন যা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। হার্ট, কিডনি বা লিভার প্রতিস্থাপনের কথা আমরা আকছার শুনে থাকি ৷ তবে হাত প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন খুব কমজনই । তবে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের এই কর্মকাণ্ডের পর বহু রোগীই নতুন করে আশার আলো দেখছেন ৷ চিকিৎসকরা হাত প্রতিস্থাপন করে একজন ব্যক্তিকে নতুন জীবন দিয়েছেন । যা সত্যিই অবিশ্বাস্য ৷

2020 সালে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দিল্লির 45 বছর বয়সি এক ব্যক্তি ৷ তাঁর দুটি হাতই বাদ দিতে হয়েছিল ৷ অন্যদিকে, ব্রেন হ্যামারেজে আক্রান্ত 61 বছর বয়সি এক মহিলা অঙ্গদান করেছিলেন ৷ যার ফলে তিন জন রোগী নতুন জীবন পেয়েছেন ৷ ওই মহিলার দান করা দুই হাত প্রতিস্থাপিত হয় দিল্লির ওই ব্যক্তির শরীরে ৷ পাশাপাশি মহিলার দুই কিডনি ও একটি লিভার প্রতিস্থাপনে তিন জন রোগী নতুন জীবন ফিরে পেয়েছেন বলে জানান চিকিৎসক নিখিল ঝুনঝুনওয়ালা ৷

হাসপাতালের দাবি, দিল্লিতে এটিই প্রথম হাত প্রতিস্থাপন । হাসপাতালের প্লাসটিক সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাঃ মহেশ মঙ্গল এবং ডাঃ নিখিল ঝুনঝুনওয়ালা-সহ অনেকজন ডাক্তার মিলে প্রায় 12 ঘণ্টা অস্ত্রোপচার করে ব্যক্তির দুই হাত প্রতিস্থাপন করেন। চিকিৎসক নিখিল ঝুনঝুনওয়ালা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে ৷ রোগী কনুই থেকে হাত নাড়াতেও সক্ষম । ভবিষ্যতে আরও উন্নতি হবে । হাতে সঠিক রক্ত ​​সঞ্চালন হচ্ছে ৷

ডাঃ মহেশ মঙ্গলের কথায়, "ট্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তির একটি হাত কনুইয়ের উপরে এবং অন্য হাতটি কনুইয়ের একটু নীচ থেকে বাদ দেওয়া হয়েছিল ৷ অস্ত্রোপচার করে দু'টি হাতই জোড়া লাগানো হয়েছে। তবে দুটো হাত প্রতিস্থাপন করা চ্যালেঞ্জিং ছিল । দাতার কনুইয়ের উপরের অংশ সরিয়ে ব্যক্তির হাতের কাটা অংশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে । এই সময় হাতের শিরা, ধমনী ও হাড় একে একে যুক্ত হয়। অস্ত্রোপচার সফল হয়েছে । বৃহস্পতিবার বেলা 11টায় ও ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়া পান ৷"

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, দিল্লির বাসিন্দা এক বয়স্ক মহিলাকে ব্রেন হ্যামারেজের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন তাঁর ব্রেন ডেথ হয়ে যায় । এরপরই তাঁর অঙ্গদান করার সিদ্ধান্ত নেন স্বজনরা ।

ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (নোটো) গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে একটি কিডনি দান করেছে ৷ সেখানে একজন রোগীর দেহে মহিলার কিডনি প্রতিস্থাপন করা হয় । দ্বিতীয় কিডনিটি গঙ্গারাম হাসপাতালে 41 বছর বয়সি একজন মহিলা রোগীকে প্রতিস্থাপন করা হয় ৷ যিনি 11 বছর ধরে ডায়ালিসিসে ছিলেন ৷ এছাড়াও লিভারটি গঙ্গারাম হাসপাতালেই 38 বছর বয়সি এক যুবকের দেহে প্রতিস্থাপন করা হয় ।

আরও পড়ুন :

  1. সফল ফুসফুস প্রতিস্থাপনে নবজীবন পেল কিশোর, নজির গড়ল মেডিকা হাসপাতাল
  2. সাত বছরের শিশুর অস্থিমজ্জা প্রতিস্থাপন করে নজির নীলরতন সরকার হাসপাতালের
  3. মানবধর্ম, মুসলিম যুবকের দেহে প্রতিস্থাপিত হিন্দু কিশোরীর হৃদযন্ত্র !
Last Updated :Mar 7, 2024, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.