ETV Bharat / bharat

জেনারেল বডি মিটিং ঘিরে রক্তাক্ত জেএনইউ, সংঘর্ষে জড়ালেন বাম-এবিভিপি সদস্যরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 12:33 PM IST

Updated : Mar 1, 2024, 1:46 PM IST

Fight between students in JNU: বৃহস্পতিবার রাতে জেএনইউতে ছাত্রদের মধ্যে মারামারির খবর পাওয়া গিয়েছে । স্কুল অব ল্যাঙ্গুয়েজে যখন সাধারণ পরিষদের সভা চলছিল, তখন এ ঘটনা ঘটে । ঘটনার পর অনেক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Fight between students in JNU
Fight between students in JNU

রক্তাক্ত জেএনইউ

নয়াদিল্লি, 1 মার্চ: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ফের হিংসার ঘটনা সামনে এসেছে । ছাত্রছাত্রীদের দুইপক্ষের মারামারিতে বেশ কয়েকজন জখম হয়েছেন ৷ বেশ কয়েকজনকে হাসপাতালেও ভরতি করতে হয়েছে ৷ দু’পক্ষই পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, জেএনইউ-তে এখন ছাত্র ইউনিয়ন নির্বাচনের প্রক্রিয়া চলছে, যার অধীনে সমস্ত স্কুলে একের পর এক জেনারেল বডি মিটিং করা হচ্ছে । বৃহস্পতিবার রাতে স্কুল অব ল্যাঙ্গুয়েজে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচন নিয়ে সাধারণ পরিষদ বা জেনারেল বডি মিটিং চলছিল । সেই মিটিংয়ের সময় গোলমাল ছড়ায় দিল্লির এই বিশ্ববিদ্যালয় চত্বরে ৷

অভিযোগ, বৈঠক চলাকালীন বামপন্থীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র প্রার্থীকে মঞ্চ থেকে কথা বলতে দেয়নি । এই কারণে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া শুরু হয়৷ তা ক্রমশ হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয় ৷ বামপন্থী ও এবিভিপির পড়ুয়ারা একে অপরের উপর হামলা করে বলেও অভিযোগ ৷

বামপন্থী পডুয়াদের অভিযোগ, এবিভিপি-র সদস্য়রা জেএনইউ ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি করেছে ৷ তাঁদের সমর্থকদের লাঠি ও রড দিয়ে মেরেছে ৷ এবিভিপি পালটা বামপন্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ৷ স্কুল অফ সোশ্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার সায়েন্সের পড়ুয়ারা ঐশী ঘোষ ও দানিশ আলির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ।

এই নিয়ে বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে ৷ সেখানে ছাত্রছাত্রীদের দুই পক্ষকে একে অপরের বিরুদ্ধে হামলা করার ছবি সামনে এসেছে ৷ পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে । সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । অনেক আহত ছাত্রকে কাছের হাসপাতালেও ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. ফের জেএনইউর দেওয়ালে বিতর্কিত স্লোগান, তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের
  2. ক্যাম্পাস থেকেই অপহরণের চেষ্টা দুই ছাত্রীকে ! প্রশ্নের মুখে দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা
  3. বিবিসির তথ্যচিত্র প্রদর্শন নিয়ে উত্তপ্ত জেএনইউ, পুলিশের দ্বারস্থ দু’পক্ষ
Last Updated : Mar 1, 2024, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.