ETV Bharat / bharat

Controversial Slogans on JNU Walls: ফের জেএনইউর দেওয়ালে বিতর্কিত স্লোগান, তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 1:38 PM IST

আরও একবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেখা মিলল বিতর্কিত স্লোগানের । স্কুল অব ল্যাঙ্গুয়েজের দেওয়ালে লেখা হয়েছে এসব স্লোগানগুলি । কারা এই কাজ করেছে, তা খুঁজে বের করা সম্ভব হয়নি । তবে ঘটনার তদন্তে জেএনইউ কর্তৃপক্ষ ৷

jawaharlal Nehru University
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়

নয়াদিল্লি, 1 অক্টোবর: দিল্লিতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দেওয়ালে আবারও লেখা পাওয়া গেল বিতর্কিত স্লোগান । এবার জেএনইউ-এর দেওয়ালে 'জাফরান পুড়বে, মোদি তোমার কবর খোঁড়া হবে'-র মতো বিতর্কিত স্লোগান লেখা দেখতে পাওয়া গিয়েছে । একই সঙ্গে 'ফ্রি কাশ্মীর' এবং 'আইওকে (ভারত অধিকৃত কাশ্মীর)'-এর মতো স্লোগান লেখা রয়েছে দেওয়ালে । এই স্লোগানগুলো লাল ও নীল রঙ দিয়ে লেখা হয়েছে । তবে কেবল দেওয়াল নয়, অনেক জায়গায় নীল রং দিয়ে মেঝেতেও এসব স্লোগানও লেখা রয়েছে । জানা গিয়েছে, জেএনইউ-এর স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের দেওয়ালে স্লোগানগুলি লেখা হয়েছে । তবে এটি কাদের কাজ, এর পিছনে কারা জড়িত রয়েছে, সে বিষয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি ।

Controversial Slogans on JNU Walls
জেএনইউর দেওয়ালে বিতর্কিত স্লোগান

এক বছর আগেও জেএনইউ-এর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়ালে ব্রাহ্মণ ও বানিয়া জাতি-বিরোধী স্লোগান লেখা হয়েছিল । সেই সময়েও জেএনইউ বিতর্কে জড়িয়েছিল । শুধু তাই নয়, সেই সময় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের নেম প্লেটও কালো করে দেওয়া হয়েছিল এবং সেগুলির উপর বিভিন্ন বিতর্কিত মন্তব্য লিখে রাখা হয়েছিল । এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল ৷ তবে ওই কমিটি তদন্ত রিপোর্টে এই কাজ কারা করেছে, তা প্রকাশ করেনি ।

Controversial Slogans on floors
জেএনইউর মেঝেতে বিতর্কিত স্লোগান

আরও পড়ুন: জেএনইউয়ে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক, ডিনকে তদন্তের নির্দেশ উপাচার্যের

সেসময় জেএনইউ-এর দেওয়ালে "ব্রাহ্মণ বানিয়ারা ভারত ছাড়ো, ব্রাহ্মণ বানিয়ারা আমরা আসব, আমরা প্রতিশোধ নেব", এমন বিতর্কিত স্লোগান লেখা হয়েছিল । ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদ এই বিতর্কিত স্লোগান লেখার জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল । তবে বিশ্ববিদ্যালয়ের তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি । তবে সাম্প্রতিক ঘটনাটি জেএনইউ কর্তৃপক্ষের নজরে এসেছে ৷ এরপরেই লেখাগুলি মুছে ফেলার এবং তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.