ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কথা রাখলেন কংগ্রেস সাংসদ, দক্ষিণে কোথায় প্রার্থী হতে পারেন রাহুল ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 2:00 PM IST

Rahul Gandhi Lok Sabha Seat: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবারও দু'টি আসনে প্রার্থী হবেন বলেই জানা গিয়েছে ৷ তার মধ্যে একটি আমেঠি হলেও দ্বিতীয় আসন কি কেরলের ওয়েনাড় ? এবার রাহুল কেরলের বদলে তেলেঙ্গানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেই শোনা গিয়েছে ৷

ETV Bharat
রাহুল গান্ধি এবার কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে ফের মুখোমুখি হবেন রাহুল বনাম স্মৃতি, এমনটা মোটামুটি জানা আছে ৷ 'শাস ভি কভি বহু'র অভিনেত্রী বরাবরই সংসদ এবং তার বাইরে রাহুল তথা গান্ধি পরিবারের তীব্র বিরোধিতা করে এসেছেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে রাহুলকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি ৷ সেবার কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যায় ভোট পেয়ে লোকসভা সাংসদ নির্বাচিত হন রাহুল ৷ 2024 সালেও তিনি দু'টি আসনেই লড়বেন ৷ তার মধ্যে একটি আমেঠি-ই ৷ কিন্তু দ্বিতীয় আসনটি ?

সে নিয়ে বিস্তর জলঘোলা হয়ে চলেছে ৷ কংগ্রেস সূত্রের খবর, 2024 সালের নির্বাচনে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল নাকি তেলেঙ্গানার কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন ৷ তাঁকে এই অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ৷ 2023 সালের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠায় সরকার গড়েছে কংগ্রেস ৷ 2014 সালে অন্ধপ্রদেশ দ্বিধাবিভক্ত হয়ে তেলেঙ্গানার জন্ম ৷ তারপর 10 বছর বিআরএসের শাসনের অবসান হয়েছে এই বছর ৷ দক্ষিণী রাজ্যটির মুখ্যমন্ত্রী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি ৷ তাই বলাই যায়, দক্ষিণে তেলেঙ্গানা এখন কংগ্রেসের শক্ত ঘাঁটি ৷

ইটিভি ভারত কংগ্রেস সূত্রে জানতে পেয়েছে, এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি তেলেঙ্গানার খাম্মাম অথবা ভুবনগিরি থেকে প্রার্থী হতে পারেন ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্য কংগ্রেসের উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমামার্কা, রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি সোনিয়া গান্ধিকে তেলেঙ্গানা থেকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিলেন ৷ তবে তিনি রাজ্যসভায় যাওয়ার জন্য অনড় ছিলেন ৷ এবং তা বাস্তবায়িত হয়েছে ৷ রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে সোনিয়া ৷ উত্তরপ্রদেশে তাঁর রায়বরেলির আসনটিতে হয়তো প্রিয়াঙ্কা বঢরা গান্ধি প্রার্থী হবেন ৷ এই তথ্য এখন রাজনৈতিক মহলে সবারই জানা ৷ শুধু কংগ্রেসের তরফে চূড়ান্ত ঘোষণা বাকি ৷

এই পরিস্থিতিতে রাহুল গান্ধি তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডির অনুরোধে সাড়া দিয়েছেন বলেই জানা গিয়েছে ৷ দলীয় সূত্রে খবর, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং অন্য প্রবীণ নেতাদের সঙ্গেও রাহুলের প্রার্থী হওয়া নিয়ে আলোচনা করেছে রেবন্ত ৷ তাঁর যুক্তি, রাহুলকে তেলেঙ্গানায় কোনও প্রচারই করতে হবে না ৷ নির্বাচনী প্রচার ছাড়াই তিনি ভোটে জিতবেন ৷ তাই মুখ্যমন্ত্রী রেবন্ত খাম্মাম বা ভুবনগিরির মধ্যে কোনও একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন ৷ আবার কংগ্রেসেরই আরেকটি সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের মালখাজগিরি থেকে রাহুল গান্ধিকে প্রার্থী হওয়ার জন্য চাপ দিচ্ছে রাজ্য কংগ্রেস ৷

2019 সালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি কেরলের ওয়েনাড় থেকে জয়ী হয়েছিলেন ৷ সেবার রাহুল গান্ধি সিপিআইয়ের পিপ সুনীরকে 4 লক্ষ ভোটে পরাজিত করে রেকর্ড গড়েছিলেন ৷ তাঁর আগে কেরল থেকে আর কেউ এই বিপুল ভোটে জয়ী হয়নি ৷ আর সিপিআই প্রার্থী প্রায় 2.75 লক্ষ ভোট পেয়েছিলেন ৷ শুধু তাই নয়, কেরলের ওয়েনাড় থেকে রাহুলের প্রার্থী হওয়ার বিষয়টি বামশাসিত রাজ্যে কংগ্রেস জোটকে প্রভাবিত করেছিল এবং 20টির মধ্যে 19টি আসনের দখল নিয়েছিল কংগ্রেস জোট ৷

বর্তমান ওয়েনাড় সাংসদ রাহুল গান্ধিকে দক্ষিণের কোন রাজ্যের কোন কেন্দ্রে দেখা যাবে ? সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা বাকি রয়েছে ৷ তবে সোমবার ওয়েনাড় লোকসভা আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে সিপিআই ৷ প্রয়াত ডি রাজার স্ত্রী অ্যানি রাজা ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ 'ইন্ডিয়া' জোটের সদস্য ৷ তারাও প্রার্থী দেবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. 'রাহুলই আমাদের নেতা', পদ্ম-যোগের জল্পনার মাঝেই ন্যায় যাত্রার সমর্থনে বললেন কমলনাথ
  2. চৃড়ান্ত আসন রফা, 25 ফেব্রুয়ারি আগ্রায় রোড-শো রাহুল-অখিলেশের
  3. প্রথমবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া, রাজস্থানে মনোনয়ন জমা রাজীব-পত্নী'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.