ETV Bharat / bharat

চৃড়ান্ত আসন রফা, 25 ফেব্রুয়ারি আগ্রায় রোড-শো রাহুল-অখিলেশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 7:21 PM IST

INDIA alliance
কংগ্রেস ও সমাজবাদী পার্টি

Rahul-Akhilesh Road Show: আসন ভাগাভাগির পর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি ৷ আগ্রায় 25 ফেব্রুয়ারি একসঙ্গে রোড-শো করবেন রাহুল গান্ধি ও অখিলেশ যাদব ৷ পড়ুন অমিত অগ্নিহোত্রীর প্রতিবেদন ।

নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে আসন রফার পথে হেঁটেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি ৷ আরও একবার উত্তরপ্রদেশে 'ইউপি কে লাড়কে (উত্তরপ্রদেশের ছেলে)' স্লোগান তুলতে তৈরি এই দুই দল ৷ যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আগ্রায় একসঙ্গে রোড-শো করতে দেখা যাবে ৷ আগামী 25 ফেব্রুয়ারি এই রোড-শো হতে চলেছে।

কংগ্রেসের প্রবীণ নেতা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার উত্তরপ্রদেশের ইনচার্জ পিএল পুনিয়া ইটিভি ভারতকে বলেছেন, "অখিলেশ যাদব 25 ফেব্রুয়ারি আগ্রাতে রাহুল গান্ধির ন্যায় যাত্রায় যোগ দেবেন । সেখানে একটি যৌথ রোড-শো এবং একটি সমাবেশ হবে। সেখানে দুই নেতা ভাষণ দেবেন । এটা হবে জোটের নির্বাচনী প্রচারের একপ্রকার সূচনা ৷" তাঁর কথায়, ভারত জোড়ো ন্যায় যাত্রা 22 এবং 23 ফেব্রুয়ারি দুদিন স্থগিত রয়েছে ৷ 24 ফেব্রুয়ারি মোরাদাবাদ থেকে আবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে ।

অখিলেশ যাদব এর আগে ঘোষণা করেছিলেন যে তিনি 19 বা 20 ফেব্রুয়ারি আমেঠি বা রায়বেরেলিতে রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন । কিন্তু পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পদযাত্রা অংশও নেননি ৷ তিনি জানান যে আসন ভাগাভাগি না হওয়া পর্যন্ত যাত্রায় যোগ দেবেন না । এরপরেই উভয় দল 21 ফেব্রুয়ারি আসন সমঝোতার কথা ঘোষণা করে ৷ জানানো হয়, কংগ্রেস জোটের অংশ হিসাবে 17টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৷ সমাজবাদী পার্টি এবং কিছু ছোট দল উত্তরপ্রদেশের অবশিষ্ট 63টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । পিএল পুনিয়া বলেন, "আমরা সমাজবাদী পার্টি নেতাদের অনুরোধ করেছিলাম যেন অখিলেশ যাদব যাত্রায় যোগ দেন এবং তিনি সহজেই সম্মত হন । দুই দলের স্থানীয় কর্মীরা যৌথ রোডশো এবং সমাবেশের জন্যও সহযোগিতা করছেন ৷"

আরও পড়ুন:

  1. আসনরফা নিয়ে জট কাটল, লোকসভায় জোট বাঁধছে সপা-কংগ্রেস; জানালেন অখিলেশ
  2. 'ডাবল ইঞ্জিন সরকার মানে বেকারদের জন্য ডাবল ধাক্কা', বিজেপিকে তোপ রাহুলের
  3. 2024 সালে ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার কেড়ে নেবে বিজেপি: অখিলেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.