ETV Bharat / politics

আসনরফা নিয়ে জট কাটল, লোকসভায় জোট বাঁধছে সপা-কংগ্রেস; জানালেন অখিলেশ

Akhilesh Yadav Confirms SP-Congress Alliance: আসনরফা নিয়ে জট কেটেছে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে জোট বাঁধছে সপা ও কংগ্রেস ৷ আজ এ কথা নিশ্চিত করেছেন অখিলেশ যাদব ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 6:51 PM IST

ETV BHARAT
ETV BHARAT

মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 21 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে ও কেরলে ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে কংগ্রেসের এখনও আসন রফা না-হলেও উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে তাদের জোট একপ্রকার নিশ্চিত হয়ে গেল ৷ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লড়বে সমাজবাদী পার্টি ৷ বুধবার এ কথা নিশ্চিত করে দিলেন সপা প্রধান অখিলেশ যাদব ৷ তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে তাঁর দল যতটা সম্ভব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । সূত্রের খবর, লোকসভায় সপা এবং কংগ্রেস আসন ভাগাভাগি করবে ও শীঘ্রই তারা একটি তালিকা ঘোষণা করবে ।

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাঁর দল সর্বাধিক আসনে লড়বে কি না, সে প্রসঙ্গ এ দিন এড়িয়ে যান অখিলেশ যাদব । তবে তাঁর দল নির্বাচনে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তা জানতে চাইলে এসপি প্রধান বলেন যে, তাঁদের দল যতগুলি সম্ভব ততগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী দেবে ৷

কেন তিনি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ভারত জোড়া ন্যায় যাত্রায় দু'বার যোগ দেননি, তা জানতে চাইলে অখিলেশ যাদব সরাসরি সেই উত্তর এড়িয়ে যান । তবে, সমাজবাদী পার্টি প্রধান বলেছেন যে (কংগ্রেসের সঙ্গে) কোনও বিরোধ নেই এবং শীঘ্রই সবকিছু পরিষ্কার হয়ে যাবে । তিনি বারবার বলেন যে, যার শেষ ভালো তার সব ভালো ৷

সূত্র জানিয়েছে যে, সপার সঙ্গে জোটের অংশ হিসাবে মোরাদাবাদ আসনের দাবি ছেড়ে দিতে রাজি হয়েছে কংগ্রেস । এছাড়াও, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি সপা ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগির আলোচনায় অচলাবস্থা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । জোটের অংশ হিসাবে কংগ্রেস অমেঠি এবং রায়বেরেলি-সহ উত্তরপ্রদেশের 17টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সূত্র জানিয়েছে ।

কংগ্রেস পার্টি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বারাণসী আসনটি কংগ্রেসকে দিতে সম্মত হয়েছে সমাজবাদী পার্টি । এ ছাড়া শ্রাবস্তী ও সীতাপুরও কংগ্রেসকে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে । এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে সংঘর্ষ চলছিল । শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসা হয়েছে ।

সপা-কংগ্রেস জোট ইন্ডিয়া ব্লকের নেতাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে । এই জোটের অন্যতম স্থপতি নীতীশ কুমারের ডিগবাজি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন রফা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ ইন্ডিয়া ব্লকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ৷ এই অবস্থায় উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সপার জোট ইন্ডিয়া জোটে নতুন করে আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সপার পর অন্যান্য দলগুলির সঙ্গে কীভাবে রফা করা হবে, তা নিয়ে চিন্তা রয়েছে কংগ্রেসের ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই তাঁদের অবস্থান জানিয়ে দিয়েছেন যে, তাঁদের দলের লোকসভা নির্বাচনের জন্য নিজস্ব পরিকল্পনা রয়েছে ।

আরও পড়ুন:

  1. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি
  2. মমতা এখনও জোটের অংশ, কয়েকজন ছেড়ে গেলেই তাতে প্রভাব পড়বে না ইন্ডিয়ায়: পাইলট
  3. তৃণমূলে নমনীয় জয়রাম রমেশকে 'মধ্যপদলোভী' বলে কটাক্ষ সেলিমের

মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 21 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে ও কেরলে ইন্ডিয়া জোটের অংশীদারদের সঙ্গে কংগ্রেসের এখনও আসন রফা না-হলেও উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে তাদের জোট একপ্রকার নিশ্চিত হয়ে গেল ৷ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই লড়বে সমাজবাদী পার্টি ৷ বুধবার এ কথা নিশ্চিত করে দিলেন সপা প্রধান অখিলেশ যাদব ৷ তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে তাঁর দল যতটা সম্ভব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে । সূত্রের খবর, লোকসভায় সপা এবং কংগ্রেস আসন ভাগাভাগি করবে ও শীঘ্রই তারা একটি তালিকা ঘোষণা করবে ।

লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাঁর দল সর্বাধিক আসনে লড়বে কি না, সে প্রসঙ্গ এ দিন এড়িয়ে যান অখিলেশ যাদব । তবে তাঁর দল নির্বাচনে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তা জানতে চাইলে এসপি প্রধান বলেন যে, তাঁদের দল যতগুলি সম্ভব ততগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী দেবে ৷

কেন তিনি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ভারত জোড়া ন্যায় যাত্রায় দু'বার যোগ দেননি, তা জানতে চাইলে অখিলেশ যাদব সরাসরি সেই উত্তর এড়িয়ে যান । তবে, সমাজবাদী পার্টি প্রধান বলেছেন যে (কংগ্রেসের সঙ্গে) কোনও বিরোধ নেই এবং শীঘ্রই সবকিছু পরিষ্কার হয়ে যাবে । তিনি বারবার বলেন যে, যার শেষ ভালো তার সব ভালো ৷

সূত্র জানিয়েছে যে, সপার সঙ্গে জোটের অংশ হিসাবে মোরাদাবাদ আসনের দাবি ছেড়ে দিতে রাজি হয়েছে কংগ্রেস । এছাড়াও, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি সপা ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগির আলোচনায় অচলাবস্থা ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । জোটের অংশ হিসাবে কংগ্রেস অমেঠি এবং রায়বেরেলি-সহ উত্তরপ্রদেশের 17টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সূত্র জানিয়েছে ।

কংগ্রেস পার্টি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বারাণসী আসনটি কংগ্রেসকে দিতে সম্মত হয়েছে সমাজবাদী পার্টি । এ ছাড়া শ্রাবস্তী ও সীতাপুরও কংগ্রেসকে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে । এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে সংঘর্ষ চলছিল । শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসা হয়েছে ।

সপা-কংগ্রেস জোট ইন্ডিয়া ব্লকের নেতাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে । এই জোটের অন্যতম স্থপতি নীতীশ কুমারের ডিগবাজি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন রফা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ ইন্ডিয়া ব্লকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ৷ এই অবস্থায় উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সপার জোট ইন্ডিয়া জোটে নতুন করে আশার আলো দেখাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সপার পর অন্যান্য দলগুলির সঙ্গে কীভাবে রফা করা হবে, তা নিয়ে চিন্তা রয়েছে কংগ্রেসের ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই তাঁদের অবস্থান জানিয়ে দিয়েছেন যে, তাঁদের দলের লোকসভা নির্বাচনের জন্য নিজস্ব পরিকল্পনা রয়েছে ।

আরও পড়ুন:

  1. চণ্ডীগড় মেয়র নির্বাচনে আপ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সুপ্রিম কোর্টের, 'ইন্ডিয়া জোটের বড় জয়'; বললেন কেজরি
  2. মমতা এখনও জোটের অংশ, কয়েকজন ছেড়ে গেলেই তাতে প্রভাব পড়বে না ইন্ডিয়ায়: পাইলট
  3. তৃণমূলে নমনীয় জয়রাম রমেশকে 'মধ্যপদলোভী' বলে কটাক্ষ সেলিমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.