ETV Bharat / bharat

বিমানবন্দরে হুইলচেয়ার না-পেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু, এয়ার ইন্ডিয়াকে শো-কজ নোটিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 8:00 AM IST

Updated : Feb 17, 2024, 8:06 AM IST

Etv Bharat
এয়ারইন্ডিয়া

DGCA Issues Notice To Air India: মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার না-পেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যুর ঘটনায় এয়ার ইন্ডিয়া সংস্থাকে শো-কজ করল ডিজিসিএ ৷ এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে ৷

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: হুইলচেয়ারের অভাবে মুম্বই বিমানবন্দরে সোমবার 80 বছরের এক যাত্রীর মৃত্যুর ঘটনায় নড়চড়ে বসল ডিজিসিএ ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে শো-কজের নোটিশ ধরালো ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ৷ শুক্রবার সেই নোটিশ জারি করে এক সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়ার কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে ৷

ডিজিসিএ-এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "এয়ারক্রাফট রুলস, 1937 লঙ্ঘন করে উল্লিখিত সিএআর-এর নিয়মগুলি অমান্য করার জন্য এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করা হয়েছে ৷ নোটিশ জারির সাত দিনের মধ্যে এয়ার ইন্ডিয়া সংস্থাকে ডিজিসিএ-এর কাছে রিপোর্ট জমা দিতে হয়েছে।" সোমবার এয়ার ইন্ডিয়া এআই116 বিমানে চেপে এক বৃদ্ধ দম্পতি মুম্বই ফিরছিলেন নিউইয়র্ক থেকে ৷ টিকিটের পাশাপাশি তাঁরা দুটি হুইলচেয়ারও বুক করেছিলেন ৷ কিন্তু মুম্বই বিমানবন্দরে নেমে হেনস্থার শিকার হতে হয় ওই দম্পতিকে ৷

কারণ দু'টির পরিবর্তে মাত্র একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছিল ৷ ফলে 80 বছরের প্রবীণ ওই যাত্রী স্ত্রীকে হুইলচেয়ার বসিয়ে নিজে হেঁটে ইমিগ্রেশন অফিসের দিকে এগিয়ে যান ৷ বিমান থেকে নামা ও ইমিগ্রেশন অফিসের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার ৷ বয়সজনিত কারণে এতটা রাস্তা হেঁটে আসার পরেই তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান ৷ দ্রুততার সঙ্গে বিমান আধিকারিকরা ওই ব্যক্তিকে নানাবতি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ অর্থাৎ চিকিৎসা পরিষেবা পাওয়ার আগেই বৃদ্ধ ওই ব্যক্তি মারা যান ৷ সেই ঘটনাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুম্বই বিমানবন্দরে ৷ ঘটনার চার দিন পর এয়ার ইন্ডিয়াকে শো-কজ নোটিশ ধরায় ডিজিসিএ ৷

এই ঘটনায় আন্তর্জাতিক মানের মুম্বই বিমান বন্দরের পরিষেবা নিয়েও প্রশ্ন ওঠে ৷ ইতিমধ্যেই, এয়ারক্রাফটের তরফে যাত্রীদের জন্য যাতে পর্যাপ্ত সংখ্যক হুইলচেয়ার থাকে, তা নিশ্চিত করতে সমস্ত এয়ারলাইন্সের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন:

1. হুইলচেয়ার না-পেয়ে হাঁটতে গিয়ে হার্ট অ্যাটাক, মুম্বই বিমানবন্দরে মৃ্ত্যু বৃদ্ধ যাত্রীর

2. হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধি, যোগ দিচ্ছেন না রাহুলের ন্যায় যাত্রায়

3. ক্ষতিপূরণের নিয়ম লঙ্ঘন ! এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ

Last Updated :Feb 17, 2024, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.