ETV Bharat / bharat

হুইলচেয়ার না-পেয়ে হাঁটতে গিয়ে হার্ট অ্যাটাক, মুম্বই বিমানবন্দরে মৃ্ত্যু বৃদ্ধ যাত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 12:18 PM IST

Etv Bharat
মুম্বই বিমানবন্দর

Passenger died at Mumbai airport: মুম্বই বিমানবন্দরে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ জানা গিয়েছে, হুইলচেয়ারের অভাবে 80 বছরের ওই ব্যক্তিকে টার্মিনাস থেকে ইমিগ্রেশন অফিস পর্যন্ত হেঁটে আসতে হয় ৷

মুম্বই, 16 ফেব্রুয়ারি: নিউইয়র্ক থেকে ফিরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হন 80 বছর বয়সি এক ব্যক্তি ৷ দ্রুততার সঙ্গে বিমান আধিকারিকরা তাঁকে নানাবতী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে ৷ জানা গিয়েছে, হুইলচেয়ার না পাওয়ায় ওই ব্যক্তি বিমানবন্দর থেকে ইমিগ্রেশন অফিস পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার হেঁটে যান ৷ যে কারণে তিনি বিমানবন্দরের ভিতরেই হৃদরোগে আক্রান্ত হন ৷

এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, "আমরা সর্বোপরি চেষ্টা করেও ওই ব্যক্তিকে বাঁচাতে পারিনি ৷" সূত্রের খবর, এই ঘটনা সামনে আসতেই মুম্বই বিমানবন্দরে প্রবীণ ব্যক্তিদের জন্য হুইলচেয়ারের অভাবের বিষয়টি সামনে এসেছে ৷ ইটিভি ভারতের তরফে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্রের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, বৃদ্ধ ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে নিউইয়র্ক থেকে মুম্বইতে আসেন এয়ার ইন্ডিয়া এআই 116-এ চড়ে ৷ বৃদ্ধ দম্পতি তাঁদের জন্য দুটি হুইলচেয়ারও বুক করেছিলেন ৷ বিমান থেকে নেমে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে নেমে স্ত্রী হুইলচেয়ার পেলেও, বৃদ্ধ তা পাননি ৷

যার ফলে, তিনি নিজে স্ত্রীকে হুইলচেয়ার বসিয়ে হেঁটে ইমিগ্রেশন অফিসের দিকে এগিয়ে যান ৷ বিমান থেকে নেমে ইমিগ্রেশন অফিস প্রায় দেড় কিলোমিটারের রাস্তা ৷ বয়সজনিত কারণে এতটা রাস্তা হেঁটে আসার পরেই তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান ৷ চিকিৎসা পরিষেবা পাওয়ার আগেই তিনি মারা যান বলে জানা গিয়েছে ৷

এই ঘটনার জেরে মুম্বই বিমানবন্দরে প্রবীণদের জন্য যে হুইলচেয়ার পরিষেবা পর্যাপ্ত নয়, তা সামনে উঠে আসে ৷ সূত্রের খবর, আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রয়েছে মাত্র 15টি হুইলচেয়ার ৷ তবে প্রতিদিন এর থেকে বেশি প্রবীণ যাত্রী থাকেন বিমানে, যাঁদের হুইলচেয়ারের প্রয়োজনীয়তা দেখা দেয় ৷ এই ঘটনায় মুম্বই বিমানবন্দরের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন:

1. দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু 11 জনের

2. কৃমির পর আস্ত স্ক্রু! ইন্ডিগো বিমানের স্যান্ডউইচের ছবি ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়

3. দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে মিস, ইন্ডিগোর বিমানের ভুলে অবরুদ্ধ রানওয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.