ETV Bharat / bharat

'আমি সন্ত্রাসবাদী', বি-টেক ছাত্রের চিৎকারে বিমানবন্দরে আতঙ্ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 5:58 PM IST

ETV Bharat
ETV Bharat

Bengaluru Airport: বেঙ্গালুরু বিমানবন্দরে নিজেকে সন্ত্রাসবাদী পরিচয় দিল বি-টেক পড়ুয়া ৷ আতঙ্ক ছড়াতেই গ্রেফতার যুবক ৷ তবে এর আসল কারণ জানলে অবাক হবেন আপনিও ৷

কেম্পেগৌড়া , 22 ফেব্রুয়ারি: নিজেকে সন্ত্রাসবাদী হিসেবে পরিচয় দিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে চিৎকার বি-টেক পড়ুয়ার ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই লখনউয়ের এই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ ৷ যদিও পরে জামিনে ছাড়া পান ওই পড়ুয়া ৷

জানা গিয়েছে, পরীক্ষায় খারাপ ফলাফল হয়েছে ৷ সেই কারণে বাড়িতে গেলে বাবা-মা বকাঝকা করবে বলেই কেম্পেগৌড়া বিমানবন্দরে এই কাণ্ড ঘটান বি-টেক ছাত্র ৷ গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার পিছলে আসল কারণটা জানান ওই পড়ুয়া ৷

17 ফেব্রুয়ারির রাতে ঘটনাটি ঘটে দেভানাহল্লি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে । এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নং 151731-এ বেঙ্গালুরু থেকে লখনউ যাওয়ার কথা ছিল ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের ৷ ফ্লাইটটি ওড়ার আগে এবং ফ্লাইট থেকে বেরিয়ে আসার আগে তার মন পরিবর্তন হয় । এয়ারলাইন কর্মীরা সিআইএসএফ আধিকারিকদের এই বিষয়ে অবহিত করেন । পরে সিআইএসএফ কর্মীরা যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি একজন সন্ত্রাসবাদী । এতে বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

এই বিষয়ে এক সিআইএসএফ জওয়ান জানান, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয় । পরে জামিনে মুক্ত হয় ৷ জানা গিয়েছে, ধৃত ছাত্র বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে B.Tech পড়ছিল । খারাপ অ্যাকাডেমিক পারফরম্যান্সের কারণে তাঁর বাবা-মা তাঁকে বাড়িতে আসতে বলেছিলেন । কিন্তু ছাত্রটি ভয় পেয়েছিলেন যে বাড়িতে গেলে বাবা-মা তাকে বকাঝকা করবে । সেই কারণে তিনি বাড়ি যেতে চাননি ৷ তার আগে বিমানবন্দরে সন্ত্রাসবাদী হওয়ার ভান করেন ৷

আরও পড়ুন :

  1. 'কোনও কাজই ছোট নয়', বার্তা দিতে মেদিনীপুরে চায়ের দোকান বি-টেক উত্তীর্ণ গৃহবধূর
  2. লকডাউন কেড়েছে কাজ, ইঞ্জিনিয়ার এখন বি-টেক চা-ওয়ালা
  3. চাকরির বৃথা চেষ্টা ছেড়ে দোকান খুললেন 'বি কম চাওয়ালা' সৌরভ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.