Phalaharini Kali Puja : ফলহারিণী অমাবস্যায় শুভ কর্মফল লাভের আশায় তারাপীঠের দেবীর আরাধনায় ভক্তরা

By

Published : May 29, 2022, 1:32 PM IST

thumbnail

আজ ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে মা তারার বিশেষ পুজো ৷ মরশুমি বিভিন্ন ফল দিয়ে এদিন দেবীর আরাধনা করা হয় ৷ কথিত আছে, ফলহারিণী অমাবস্যায় মা তারাকে মরশুমি ফল দিয়ে পুজো দিলে অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ কর্মফলের প্রাপ্তি যোগ তৈরি হয় (Phalaharini Kali Puja at Tarapith Temple in Birbhum) ৷ কৌশিকী অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যায় দূরদূরান্ত থেকে ভক্তরা তারাপীঠে পুজো দিতে যান ৷ কিন্তু, হাওড়া থেকে রামপুরহাটের বহু ট্রেন বাতিল থাকায় এবছর তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) ভক্তদের ভিড় অনেকটাই কম ৷ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, রবিবার দুপুর 2টো 25মিনিট 16 সেকেন্ড থেকে ফলহারিণী অমাবস্যার তিথি লাগবে ৷ তা থাকবে সোমবার 3টে 48 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত ৷ এদিন দেবীকে 16টি কলা, পাঁচ ফল, ক্ষীর, মিষ্টি এবং বস্ত্র দিয়ে ভক্তরা পুজো দেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.