Crisis of Mulberry Cultivation : অতিমারি পরবর্তীতে আর্থিক মন্দায় জর্জরিত তুঁতচাষিরা, অস্তিত্ব সংকটে রেশম শিল্প

By

Published : Apr 20, 2022, 3:15 PM IST

thumbnail

আর্থিক মন্দায় জর্জরিত তুঁতচাষিরা ৷ অতিমারি পরবর্তী সময়ে চাষিদের থেকে রেশম সুতো কিনতে অস্বীকার করছেন মহাজনরা ৷ কিনলেও সঠিক মূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে তুঁত চাষিদের ৷ স্বাভাবিকভাবেই প্রবল আর্থিক অনটনে ভুগছেন মুর্শিদাবাদের তুঁতচাষিরা (Mulberry Farmers of Murshidabad are in financial crisis after COVID-19 hiatus) ৷ অবস্থা এমনই যে, বংশপরম্পরায় চলে আসা পেশায় আগ্রহ হারাচ্ছে পরবর্তী প্রজন্ম ৷ তাতেই ধুঁকছে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী রেশম শিল্প ৷ চাষবাস বন্ধ ৷ স্বাভাবিকভাবেই চাষের কাজে জড়িত বাড়ির ছেলেরা কার্যত বেকার ৷ ঘোর দুর্দিনে মুখ ফিরিয়েছে সরকারও ৷ স্বাভাবিকভাবেই আগামী প্রজন্ম অদূর ভবিষ্যতে নতুন কোনও পেশাকে বেছে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.