Leopard Tranquilized : ঘুমপাড়ানি গুলিতে কাবু নাগরাকাটা দাপানো চিতাবাঘ

By

Published : Apr 21, 2022, 7:55 PM IST

thumbnail

অবশেষে ঘুমপাড়ানিগুলিতে কাবু নাগরাকাটা খাসবস্তির কাবুলডাঙার চিতাবাঘ (Leopard captured after tranquilizing at Nagrakata ) । বেশ কয়েকদিন ধরেই এলাকার ত্রাস হয়ে উঠেছিল এই চিতাবাঘ ৷ আতঙ্কে ঘুম উড়েছিল এলাকাবাসীর ৷ বুধবার চিতাবাঘকে কাবু করতে গিয়ে আহত হন দুই বনকর্মী । সারাদিন চেষ্টা করেও ধরা যায়নি তাকে । বৃহস্পতিবার সকালেও এক গ্রামবাসী চিতাবাঘের হামলায় আহত হওয়ার পর থেকেই ফের তাকে কাবু করতে ব্যবস্থা নেওয়া হয় । বিন্নাগুড়ি বন্য প্রাণী স্কোয়াড এবং খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযানে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় চিতাবাঘটি (Leopard Tranquilized)। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছাড়া হবে বলে বন দফতর সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.