Job Aspirants Agitation : বারুইপুর কলেজের 'গ্রুপ ডি' ও 'গ্রুপ সি' চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

By

Published : May 25, 2022, 4:33 PM IST

thumbnail

রাজ্যে একের পর এক চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্য সরকার । রাজ্যজুড়ে প্রতিদিন চাকরি প্রার্থীরা বিভিন্ন সরকারি দফতরে বিক্ষোভ শুরু করেছেন । বুধবার চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ এসে পড়ল দক্ষিণ 24 পরগনা বারুইপুরে (Job Aspirants Agitation) । বুধবার বারুইপুর কলেজে 'গ্রুপ ডি' ও 'গ্রুপ সি' চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়ার কথা ছিল । চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা এসে ভিড় জমিয়েছিলেন বারুইপুর কলেজের সামনে । কিন্তু হঠাৎ করে জানা যায় চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে না । এছাড়াও কবে ইন্টারভিউ নেওয়া হবে সেই নিয়ে কোনওরকম নোটিস দেয়নি কলেজ কর্তৃপক্ষ । এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা । বারুইপুর কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখান শতাধিক চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, অবিলম্বে কলেজ কর্তৃপক্ষ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি না দিলে বিক্ষোভ চলবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.