Bengal Civic Poll 2022 নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন গোবরডাঙা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান

By

Published : Feb 8, 2022, 10:22 PM IST

Updated : Aug 12, 2022, 4:01 PM IST

thumbnail

তৃণমূলে পুরানো নেতারা এখন ব্রাত্য । 55 বছর রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও পৌরভোটে দল টিকিট না দিয়ে তাঁকে অপমান করেছে । গোবরডাঙার 6 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মঙ্গলবার বারাসতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসে পুরানো দলের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন গোবরডাঙা পৌরসভার (Gobardanga Municipality Election) প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত । বলেন, তৃণমূল দলে এখন নতুন সমীকরণ তৈরি হয়েছে । সেখানে কে নেতা তা অনেকেই জানেন না । আগে জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, পার্থ ভৌমিকের মতো নেতারা জেলার সংগঠনটা দেখতেন । হাতের তালুর মতো চিনতেন জেলাটা । এখন নতুন যে সমীকরণ তৈরি হয়েছে তাঁদের কী দৃষ্টিভঙ্গি তা আমার জানা নেই । তবে তাঁদের বিচারে আমি অযোগ্য । সেই কারণেই হয়তো পৌর ভোটে টিকিট দেওয়া হয়নি আমাকে ৷

Last Updated : Aug 12, 2022, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.