Bikaner Guwahati Express Accident : উদ্ধারকাজ চলাকালীন আহতদের লাগাতার সাহস জুগিয়েছেন উদ্ধারকারীরা

By

Published : Jan 14, 2022, 4:36 PM IST

thumbnail

রাতভর লড়াইয়ের শেষে দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস থেকে অধিকাংশ যাত্রীকেই জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য ও আধাসেনার জওয়ানরা ৷ যে যাত্রীরা দুমড়ে, মুচড়ে যাওয়া ট্রেনের কামরায় আটকে ছিলেন, আতঙ্কে, আশঙ্কায় ও দুর্ঘটনার (Bikaner Guwahati Express Accident) আঘাতে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তাঁরা ৷ উদ্ধারকাজ (Rescue Operation) চলাকালীন লাগাতার তাঁদের সাহস জুগিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই দুর্ঘটনায় গুরুতর জখম হন এক যুবক ৷ তাঁর পা আটকে যায় দু’টি কামরার দেওয়ালের মধ্যে ৷ একটা সময় মনে হচ্ছিল, হয়তো তাঁর পা কেটে বাদ দিতে হবে ৷ আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই যুবকও ৷ কিন্তু, উদ্ধারকারীরা সারাক্ষণ তাঁকে সাহস দিয়েছেন ৷ শেষমেশ তাঁকে উদ্ধার করা সম্ভবও হয়েছে ৷ গ্যাস কাটার দিয়ে কামরার ধাতব দেওয়াল কেটে উদ্ধার করা হয় ওই যুবককে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.