তুরতুরিতে গজ বিচরণ

By

Published : May 10, 2021, 8:13 PM IST

thumbnail

ডুয়ার্স এর বিভিন্ন এলাকায় জঙ্গল থেকে রাতে হাতির লোকালয়ে চলে আসার ঘটনা নতুন নয় ৷ কিন্তু দিনের আলোয় জঙ্গল থেকে হাতি বেরিয়ে লোকালয়ে চলে আসার খুব একটা নজির পাওয়া যায়না । সোমবার সকাল নটা নাগাদ আলিপুরদুয়ারের তুরতুরি এলাকায় একটি বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে ৷ বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল এই হাতির আগমন ৷ ঘণ্টা চারেক এলাকায় চড়ে বেড়ানোর পর হাতিটি জঙ্গলের দিকে চলে যায় ৷ তবে স্থানীয় বাসিন্দাদের কোনও ক্ষতি করেনি হাতিটি ৷ লোকালয়ে আসার পর থেকেই হাতিটির উপর নজরদারি ছিল নর্থ রায়ডাক রেঞ্জের বন কর্মীদের ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.