Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে আসানসোলে ইসকনের মিছিল

By

Published : Oct 23, 2021, 1:05 PM IST

thumbnail

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও মণ্ডপ-মন্দির ভাঙার প্রতিবাদে শনিবার সকালে মিছিল হল পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ বাংলাদেশে হিংসা চলাকালীন নোয়াখালির ইসকন মন্দিরেও হামলা হয় ৷ সেখানে প্রাণহানির ঘটনাও ঘটে ৷ তারই প্রতিবাদে আসানসোলে পথে নেমেছিল স্থানীয় ইসকন মন্দির কর্তৃপক্ষ ৷ এদিন শহরের বিএনআর মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় । শেষ হয় ভগৎ সিং মোড়ে ৷ সেখানে প্রতিবাদ-বিক্ষোভ দেখানো হয় ৷ তার পর মিছিল যায় পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে ৷ আগামী সোমবার জেলাশাসকের হাতে ইসকনের তরফে স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এদিনের মিছিল মূলত অরাজনৈতিক ছিল ৷ তা সত্ত্বেও মিছিলে অংশ নেন স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । জানা গিয়েছে যে তিনি দলের তরফে নয়, একজন নাগরিক হিসেবে এই মিছিলে যোগ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.