"আর নয় মহিলা অসুরক্ষা", বিশেষ ক্যাম্পেন BJP মহিলা মোর্চার

By

Published : Sep 23, 2020, 10:36 AM IST

thumbnail

"আর নয় মহিলা অসুরক্ষা" ৷ গতকাল বিশেষ ক্যাম্পেন চালু করল BJP মহিলা মোর্চা । পুলিশ ও প্রশাসনের কাছ থেকে সুরক্ষা পাওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয় ৷ 9727294294-এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় অভাব অভিযোগ জানাতে পারেন বলে জানালেন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ৷ তিনি বলেন, "বাংলায় সুরক্ষিত নয় মহিলারা তা বুঝে গেছে ৷ হতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ তিনি আমাদের সুরক্ষা দিতে পারছেন না ৷ তাই এই নম্বরের মাধ্যমে বাংলার মা বোনেদের পাশে দাঁড়াচ্ছি ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.