CRPF Distributes Mosquito Net: ডেঙ্গি থেকে রক্ষা করতে এগিয়ে এল মহিলা সিআরপিএফ

By

Published : Nov 3, 2022, 6:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

thumbnail

232 নম্বর মহিলা সিআরপিএফ ব্যাটালিয়ানের উদ্যোগে ডেঙ্গি (Dengue in Jhargram) প্রতিরোধ করতে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হল মশারি (CRPF Distributes Mosquito Net)। সিআরপিএফের সিভিল অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বৃহস্পতিবার ঝাড়গ্রাম (Jhargram news) সদর গ্রামীণ ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামে মশারি বিতরণ করে মহিলা সিআরপিএফ ব্যাটালিয়ান । এ দিন 215টি পরিবারের হাতে উন্নত মানের মশারি তুলে দেওয়া হয় । মহিলা সিআরপিএফের (Woman CRPF team) এক উচ্চপদস্থ অফিসার বলেন, "সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে গ্রামবাসীদের মশারি দেওয়া হল । এছাড়াও ভারত সরকারের বিভিন্ন প্রকার কর্মসূচির সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করা হয় ৷"

Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.