Upper Primary Job Seekers Agitation: আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা সল্টলেকে

By

Published : Mar 22, 2023, 7:42 PM IST

thumbnail

আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার । সল্টলেকে আচার্য সদন পৌঁছনোর আগেই সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায় । বহু আন্দোলনকারীকে আটক করে বিধাননগর কমিশনারেটর পুলিশ । চাকরি প্রার্থীদের দাবি, অবিলম্বে মেধা তালিকা প্রকাশ করে আদালতে জমা দিতে হবে । সেই দাবিকে সামনে রেখেই বুধবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল আপার প্রাইমারির চাকরির প্রার্থীরা । সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে নামতেই তাদেরকে আটক করে বিধাননগর পুলিশ । চ্যাং দোলা করে আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তোলে হয় । আন্দোলনকারীদের দাবি, 30 সেপ্টেম্বর 2022 হাইকোর্ট মেধা তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে ৷ তারা হাইকোর্টের নির্দেশকে পালন করছেন না ৷ যার ফলে 9 হাজার এরও বেশি চাকরি থেকে বঞ্চিত রয়েছেন প্রার্থীরা । ইতিমধ্যেই 9 বছর অতিক্রান্ত হয়েছে ৷ তাদের অবিলম্বে চাকরি সুযোগ না দেওয়া হলে আর চাকরি পাওয়ার বয়স থাকবে না ৷ তাই অবিলম্বে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করা হোক এবং বঞ্চিতদের চাকরির সুযোগ করে দেওয়া হোক, এই দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.