Tripura Drug Case: ত্রিপুরায় দু'কোটি টাকার গাঁজা-সহ গ্রেফতার তিন

By

Published : Mar 27, 2023, 10:16 PM IST

thumbnail

দু'কোটি টাকার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৷ ত্রিপুরা পশ্চিম জেলার সিধাই-মোহনপুরে মোতায়েন বিএসএফ এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে ৷ 'মাদক মুক্ত ত্রিপুরা'র ডাক দিয়েছে সে রাজ্য়ের সরকার ৷ এরপরই সীমান্ত এলাকায় তৎপর হয়ে উঠেছে বিএসএফ ৷ সীমান্ত এলাকায় পাচারকারী, বিশেষত মাদক বা মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছে তারা ৷ তল্লাশিতে একাধিকবার সফলও হয়েছে বলেও বিএসএফ সূত্রে খবর। সোমবার এক বিবৃতি দিয়ে বিএসএফের তরফে জানানো হয়, রবিবার বিকেলে, নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে একটি বাড়িতে অভিযান চালায় বিএসএফের জওয়ানরা ৷ সূত্র মারফৎ বিএসএফ জানতে পারে ওই বাড়িতেই মজুত ছিল প্রচুর পরিমান গাঁজা ৷ সেই তথ্য পেয়েই অভিযানে নামে তারা ৷

বিএসএফ জানিয়েছে, পাওয়া তথ্য়ের ভিত্তিতে রাজ্য় পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালানো হয় ৷ পশ্চিম জেলার অন্তর্গত সিধাই মোহনপুরের উরাবাড়ি গ্রামের একজন ব্যক্তির বাড়িতে যায় যৌথ বাহিনী ৷ তার বাড়ি তল্লাশী করে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। বিএসএফ জানিয়েছে, মোট দুই কোটি সাত লক্ষ টাকা মূল্যের 1385 কেজি গাঁজা উদ্ধার হয় ওই বাড়ি থেকে ৷ ঘটনায় বাড়ি মালিক-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.