Table Tennis Player allegedly molested: টেবিল টেনিস খেলোয়াড়কে শ্লীলতাহানির অভিযোগ কোচের বিরুদ্ধে

By

Published : Dec 21, 2022, 11:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

thumbnail

টেবিল টেনিস খেলোয়াড়দের মাসাজের অছিলায় যৌন হেনস্থা নাবালিকাকে । অভিযোগ, গত একবছর ধরে মানকুন্ডুর এক কিশোরীকে শীলতাহানি করছিল । অভিযুক্ত কোচের নাম দেবাশীষ কুন্ডু । তাঁর বাড়ি চন্দননগর রথের সড়কে । তিনি দীর্ঘদিন ধরেই বারাসত দে পাড়া'র একটি টেবিল টেনিস ক্লাবের সঙ্গে যুক্ত । অভিযোগ, গত একবছর ধরে টেবিল টেনিস খেলার পর ব্যায়াম করার অছিলায় ঐ নাবালিকার গায়ে হাত দিতেন তিনি । কাউকে কিছু বললে ভবিষ্যত নষ্ট করে দেবার ভয়ও দেখান হত তাকে (Table Tennis Player allegedly molested by Coach ) । শেষ পর্যন্ত এক মহিলা কোচকে বিষয়টি জানা মেয়েটি । কোচ নাবালিকার মা'কে বিষয়টি জানান । বুধবার চন্দননগর আদালতে তোলা হয় দেবাশীষ কুন্ডুকে । তবে তিনি বিষয়টি অস্বীকার করেছেন । চন্দননগর পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.