Durgapur Municipal Corporation: বেতন বাড়ানোর দাবিতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের আন্দোলন

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 4:37 PM IST

thumbnail

দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত 43টি ওয়ার্ড ৷ নর্দমা পরিষ্কার থেকে আবর্জনা সাফাইয়ের কাজে নিযুক্ত কর্মীর সংখ্যা খাতায়-কলমে প্রায় 1700 জন। তবে সাফাই কর্মীদের দাবি এই কাজে সদস্যের সংখ্যা 1400 জন । সাফাই কর্মীদের অভিযোগ, তাদের দৈনিক মজুরি মাত্র 202 টাকা ৷ কাজ না করলে তাদের কোনও হাজিরা থাকে না । এমনকী নর্দমা ও আবর্জনা সাফাইয়ের কাজ করলেও তাদেরকে দেওয়া হয় না ইএসআই-এর সুবিধা। তাই বেতন বাড়ানোর দাবিতে সোমবার সকালেই কাজ বন্ধ করে আইএনটিইউসির পতাকা ধরে আন্দোলনে নামেন সাফাই কর্মীরা। দুর্গাপুর নগর নিগম ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ আন্দোলনকারী এক সাফাই কর্মী নৃপেন্দু আঁকুড়ের অভিযোগ, "দুর্গাপুর নগর নিগম থেকে মাত্র 40 কিলোমিটার দূরে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে । কিন্তু আমাদের সেই 202 টাকাতেই কাজ করতে হচ্ছে । ইএসআই, পিএফ,পরিচয়পত্র কোনও সুবিধা আমরা পাই না । আমাদেরকে সপ্তাহে একদিন ছুটি দেওয়া হোক ।" 

2014 সাল থেকে এই সাফাই কর্মীদেরকে নিয়োগ করা হয়েছিল । তারপর থেকে একবারই বেতন বৃদ্ধি হয়েছে ৷ সাফাই কর্মীদের হুঁশিয়ারি তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আগামী দিনে তারা কাজ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.