Jalpaiguri Child Care Institute: আবাসিক মেয়েদের মঙ্গল কামনায় হোমে ষষ্ঠী পুজো

By

Published : May 26, 2023, 8:05 AM IST

thumbnail

জামাইষষ্ঠীতে জামাই আদর নয় বরং মেয়েদের মঙ্গলকামনাই বিশেষ গুরুত্ব পেল জলপাইগুড়ি মহিলা কল্যাণ সংঘ পরিচালিত অনুভব হোমে।বৃহস্পতিবার ঘটস্থাপন করে হোমের আবাসিক মেয়েদের মঙ্গল কামনায় ষষ্ঠী পুজোর আয়োজন করে হোম কর্তৃপক্ষ ৷ হঠাৎ করেই অনুভব হোমে শোনা গেল উলুধ্বনি। প্রথমে সবাই চমকে গেলেও পরে সবটা পরিষ্কার হয়ে যায়। সকাল থেকেই হোমে ষষ্ঠী পুজোর তোড়জোড় চলছিল। জলপাইগুড়ির অনুভব হোমে আবাসিক মেয়েরা রয়েছেন । 

এদিন তাঁদের জন্যই ষষ্ঠী পুজোর আয়োজন। হোম থেকে বিয়ে হয়ে চলে যাওয়া মেয়েদেরও আমন্ত্রন জানানো হয়েছিল। দুপুরে উলু এবং শঙ্খ ধ্বনি দিয়ে পাখাতে জল নিয়ে হোমের আবাসিকদের মঙ্গল কামনায় পুজো করা হয়েছে। জলপাইগুড়ি মহিলা কল্যাণ সংঘের সম্পাদিকা সুচিত্রা সেনগুপ্ত ও হোম সুপার ডালিয়া এই পুজোয় বসেছিলেন ৷

মহিলা কল্যাণ সংঘের সম্পাদিকা সুচিত্রা সেনগুপ্ত বলেন, "আমার সন্তানদের মঙ্গল কামনায় জামাইষষ্ঠীর দিনে অরণ্য ষষ্ঠী করে থাকি। বাড়ির ছেলে-মেয়েদের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠী পুজো করা হয়। তাহলে হোমের মেয়েরাও তো আমাদের সন্তানের মতো, তাহলে তাঁরা বঞ্চিত থাকবেন কেন? তাই আমাদের হোমের মেয়েদের মঙ্গল কামনায় ষষ্ঠী করলাম। আমাদের হোমের অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। তাঁদেরকেও ডেকেছিলাম। আগামী বছর আমরা জামাইদেরও ডাকব। হোমের মেয়েদের জন্য স্পেশাল মেনুর ব্যবস্থাও করা হয়েছিল।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.